বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন
সিলেট নগরীর শাহজালাল উপশহর হাইস্কুলে একটি দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অফিস সহকারীর রুম ও শেখ রাসেল ডিজিটাল ল্যাব সহ প্রতিটি রুমের তালা ভেঙ্গে জরুরী কাগজপত্রসহ মূল্যবান মালামাল চুরি করে নিয়ে গেছে চোরেরা।
বুধবার রাত ৩টায় নগরীর শাহজালাল উপশহরে এ ঘটনা ঘটে। তবে চোরদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সিলেট নগরীর শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয় সুনামের সাথে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছে। বুধবার মধ্যরাতে হটাৎ স্কুলে চোরেরা প্রবেশ করে স্কুলের সিসি ক্যামেরা ভাংচুর করেছে। এতে স্কুলে অনেক মূল্যবান জিনিষপত্র ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় ছাত্র, শিক্ষক, অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে চরম আতংক বিরাজ করছে। তবে ক্যমেরা ভাংচুর ও চুরির ভিডিও ফুটেজ ইতিমধ্যে পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে।
শুধুই কি চুরি না কি নাশকতা না অন্য কোন উদ্দেশ্য এ নিয়ে জনমনে রয়েছে অনেক প্রশ্ন।