বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৫:৫৭ পূর্বাহ্ন
বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক বুধবার (৬ সেপ্টেম্বর) লালদিঘীরপাড়স্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ আলহাজ¦ মাওলানা এমরান আলমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) জননেতা মাওলানা এনামুল হক মুসা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশ খেলাফত মজলিস দেশ জাতি ও ইসলামের কল্যাণে ব্যাপক কাজ করে যাচ্ছে। তাই সংগঠনের দাওয়াতি কার্যক্রমকে আরো মজবুদ করতে হবে। তিনি আগামী ৭ অক্টোবর ঢাকায় বায়তুল মোকাররম চত্বরে সংগঠনের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ সকল আলেম উলামার মুক্তি ও মামলা প্রত্যাহার এবং দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে আয়োজিত বিশাল সমাবেশ সফল করে তুলার জন্য সিলেটের নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সিলেট মহানগর শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, ক্বারী মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক রোটারিয়ান ডা: মোস্তাফা আহমদ আজাদ, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, বায়তুল মাল সম্পাদক রোটারিয়ান মাওলানা ইলিয়াছুর রহমান, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা ফয়জুন নুর, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, অফিস ও প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-অফিস ও প্রচার সম্পাদক মাওলানা শামসুল ইসলাম, মাওলানা হাসমত উল্লাহ, মুহাম্মদ শিকন্দর আলী, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা মনিরুল ইসলাম ফুহাদ চৌধুরী, হাফিজ মাওলানা আক্তার হোসাইন, হাফিজ মাওলানা আহমদুল হক ফয়েজি, মাওলানা আবুল কালাম, মুহাম্মদ শাব্বির আহমদ প্রমুখ।
বেঠকে বিগত মাসের রিপোর্ট পেশ পর্যালোচনা ও আগামী পরিকল্পনা গ্রহন ও দেশ জাতির মঙ্গল কামনা বিশেষ মোনাজাত করা হয়।