বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩, ০৬:০৭ পূর্বাহ্ন
স্পোর্টস ডেস্ক : ক্যান্ডির আকাশের মতো রঙ বদলেছে ভারতের ইনিংস। দু’বার বৃষ্টির বাধা সামলে যেমন ম্যাচ এগিয়েছে সামনে। তেমনি শুরু ও শেষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। মিডল অর্ডারে ইশান কিষাণ ও হার্ডিক পান্ডিয়া দৃঢ়তা দেখিয়েছেন। পাকিস্তানের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচে সাত বল থাকতে অলআউট হয়েছে ভারত। তার আগে তুলেছে ২৬৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ।
শনিবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মহারণে টস জিতে ব্যাটিং নেন রোহিত শর্মা। প্রথম বৃষ্টির পর তিনটি ও দ্বিতীয় বৃষ্টির পর ভারত হারায় আরও এক উইকেট। ৬৬ রানে ৪ উইকেট হারানোর পর পাঁচে নামা ইশান কিষাণ ও ছয়ে হার্ডিক পান্ডিয়া জুটি গড়েন। তারা যোগ করেন ১৩৮ রান। ম্যাচের নিয়ন্ত্রণ হাতে নেয় ভারত।
ওপেনার থেকে মিডল অর্ডার ব্যাটার বনে যাওয়া ইশান খেলেন ৮১ বলে ৮২ রানের ঝকঝকে ইনিংস। ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবার পাঁচে ব্যাট করতে নামা এই বাঁ-হাতি নয়টি চার ও দুটি ছক্কার শট খেলেন। ইশান ফেরার পর হার্ডিক পান্ডিয়া বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তিনি ৯০ বলে ৮৭ রান করে সাজঘরে ফেরেন। সেঞ্চুরি মিস করা তার ইনিংস সাজানো ছিল সাতটি চার ও এক ছক্কায়।
পান্ডিয়া আউট হন ৪৪তম ওভারের প্রথম বলে দলের ২৩৯ রানে। সঙ্গে ৩ রান যোগ হতেই ভারতের আরও দুই ব্যাটার সাজঘরে ফিরে যান। সাতে নামা রবিন্দ্র জাদেজা ২২ বলে ১৪ রান করে আউট হন। অন্য অলরাউন্ডার শার্দুল ঠাকুর যোগ করেন ৩ রান। পরে দলে ফেরা জাসপ্রিত বুমরাহ ১৬ রান করলে আড়াইশ’ ছাড়ায় ভারত।
ভারতকে নাগালে আটকে রাখতে দুর্দান্ত বোলিং করেছেন পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি ও হ্যারিস রউফ। শাহিন শুরুতে ওপেনার রোহিত শর্মা (১১) ও বিরাট কোহলিকে বোল্ড করে দেন। পরে হার্ডিক পান্ডিয়া ও জাজেদাকেও তুলে নেন তিনি। ১০ ওভারে দেন মাত্র ৩৫ রান। অন্য দুই পেসার হ্যারিস রউফ ও নাসিম শাহ নিয়েছেন তিনটি করে উইকেট। তিন পেসার মিলেই ভারতকে অলআউট করেছেন।