BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪২
আজকের সর্বশেষ সবখবর

সৌদিতে ১৩ হাজার অবৈধ প্রবাসী আটক


জুলাই ৩০, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : গত এক সপ্তাহের মধ্যে ১৩ হাজার ৩০৮ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে সৌদি আরবে। সরকারি প্রতিবেদনের বরাত দিয়ে আরব নিউজের তাদের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বসবাস ও কাজের অনুমতি এবং সীমান্ত সম্পর্কিত বিধি লঙ্ঘনের দায়ের তাদের আটক করা হয়েছে।

সরকারি নথি অনুযায়ী, ২০–২৬ জুলাই পর্যন্ত বসবাসের অনুমতি সংক্রান্ত বিধি লঙ্ঘনে ৭ হাজার ৭২৫ জন, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করায় ৩ হাজার ৪২৭ জন এবং কাজের অনুমতি সম্পর্কিত বিধি লঙ্ঘনের দায়ে ২ হাজার ১৫৬ জনকে আটক করা হয়েছে। অবৈধভাবে প্রবেশের চেষ্টা করায় আটক ৫৭২ জনের মধ্যে ৬২ শতাংশই ইয়েমেনি। আর ৩৭ শতাংশ ইথিওপিয়ার এবং ১ শতাংশ অন্যান্য জাতীয়তার মানুষ।

এ ছাড়া আরও ৫৮ জন প্রতিবেশি দেশে পাড়ি দেওয়ার চেষ্টার সময় ধরা পড়েছেন। বিধি লঙ্ঘনকারীদের পরিবহন ও আশ্রয় দেওয়ার অপরাধে আটক করা হয়েছে নয়জনকে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অবৈধভাবে প্রবেশ বা সীমান্ত পাড়ি দিতে কেউ পরিবহন সহায়তা এবং আশ্রয় দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। পাশাপাশি অভিযুক্ত ব্যক্তির যানবাহন এবং সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।