শুক্রবার, ১১ অক্টোবর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

শিরোনাম ::
আমেরিকায় সড়ক দুর্ঘটনায় ছাতকের বাবা-ছেলে নিহত গ্রেফতার – ২, পূজামণ্ডপে ইসলামী সংগীত পরিবেশ ৬ মাসে কুরআন হাফেজ হলেন ইমদাদুল ইসলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নতুন চার পরিচালক নিয়োগ বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সেই পঁচাত্তর পরবর্তী পরিস্থিতিই ফিরে এসেছে আওয়ামী লীগে গাজায় স্কুলে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ২৮ মুলতানে অবিশ্বাস্য হারের পথে পাকিস্তান! ভিটামিন বি ১২ কেন গুরুত্বপূর্ণ শ্রীমঙ্গলে রিসোর্ট থেকে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ উদ্ধার সিলেটে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ কোনো ভাঙনই সুখের নয়: শাকিব খান যেভাবে লুকিয়ে অন্যের ইনস্টাগ্রাম স্টোরি দেখবেন সাতদিন বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানি লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি




বিশ্বনাথে ৫ ইউপি নির্বাচন: ২৬৯ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

353613 - BD Sylhet News




বিডিসিলেট ডেস্ক : আগামী ১৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের বিশ্বনাথ উপজেলার ৫ (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ ও দেওকলস) ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ও সাধারণ সদস্য’ পদে প্রতিদ্বন্দিতা করতে স্বামী-স্ত্রীসহ মোট ২৬৯ জন প্রার্থী নিজেদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার (১৮ জুন) মনোনয়নপত্র দাখিলের শেষ দিন পর্যন্ত প্রার্থীরা নির্বাচনের দুই রিটার্ণিং কর্মকর্তা বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার ও গোয়াইঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীরের কাছে নিজেদের মনোনয়নপত্র জমা দেন।

উপজেলা ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করা ২৬৯ জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে ২৭, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৯৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদে ৫ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ১টি ইউনিয়নে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী ছাড়া বাকী ২১ জন ‘স্বতন্ত্র প্রার্থী’ হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন।

স্বতন্ত্রের ব্যানারে মনোনয়নপত্র দাখিলকারীদের মধ্যে আবার উপজেলার রামপাশা ইউনিয়নে ১ জন ও দেওকলস ইউনিয়নে ২ জন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছেন। নির্বাচনে স্বতন্ত্রের ব্যানারে বিএনপি-জামায়াতের প্রার্থীরা প্রতিদ্বন্দিতা করলেও নির্বাচনী মাঠে নেই জাতীয় পার্টির কোন নেতা।

অলংকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৬০ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১০ ও সাধারণ সদস্য ৪৫) মনোননয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, স্বতন্ত্র প্রার্থী পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি প্রবাসী আতিকুর রহমান লিটন, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল আহমদ ও সংগঠক চেরাগ আলী।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ৪ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৩ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৮ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৬ জন, ৭নং ওয়ার্ডে ৯ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৬৪ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১১ ও সাধারণ সদস্য ৪৮) মনোননয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী, স্বতন্ত্র প্রার্থী পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগের সদস্য আজিজুর রহমান, পরিষদের ২নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ইমাম উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ও সংগঠক শহীদ আহমদ।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৫ জন, ২নং ওয়ার্ডে ১১ জন, ৩নং ওয়ার্ডে ৪ জন, ৪নং ওয়ার্ডে ৩ জন, ৫নং ওয়ার্ডে ৭ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৬ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওয়ার্ডে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দৌলতপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৪৭ প্রার্থী (চেয়ারম্যান ৫, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৮ ও সাধারণ সদস্য ৩৪) মনোননয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওয়াহাব আলী, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হাফিজ আরব খান, উপজেলা বিএনপির সদস্য ও ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন, যুক্তরাজ্য প্রবাসী হানিফ খান ও সংগঠক হেলাল আহমদ।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ৫ জন, ৫নং ওয়ার্ডে ৬ জন, ৬নং ওয়ার্ডে ৩ জন, ৭নং ওয়ার্ডে ৪ জন, ৮নং ওয়ার্ডে ৪ জন, ৯নং ওয়ার্ডে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৪০ প্রার্থী (চেয়ারম্যান ৩, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৭ ও সাধারণ সদস্য ৩০) মনোননয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পরিষদের ৫নং ওয়ার্ডের একাধিক বার নির্বাচিত মেম্বার ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরণ, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দীন পলাশ, ক্রীড়া সংগঠক দয়াল উদ্দিন তালুকদার।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ১ জন, ২নং ওয়ার্ডে ৩ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৩ জন, ৪নং ওয়ার্ডে ২ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন, ৭নং ওয়ার্ডে ৫ জন, ৮নং ওয়ার্ডে ৩ জন, ৯নং ওয়ার্ডে ৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

দেওকলস ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩টি পদে প্রতিদ্বন্দিতা করতে ৫৮ প্রার্থী (চেয়ারম্যান ৯, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ১২ ও সাধারণ সদস্য ৩৭) মনোননয়নপত্র দাখিল করেছেন।

চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ফখরুল আহমদ মতছিন ও তার স্ত্রী মোছাঃ মমতাজ বেগম, পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খায়রুল আমীন আজাদ মেম্বার, পৌর জামায়াতের নায়েবে আমীর এইচএম আক্তার ফারুক, সাংবাদিক টুনু তালুকদার, আওয়ামী লীগের বিদ্রোহী ও প্রবাসী মোহাম্মদ এম আলী এনামুল হক, সংগঠক আলতাব আলী।

এছাড়া ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ২ জন, ২নং ওয়ার্ডে ২ জন, ৩নং ওয়ার্ডে ৮ জন এবং সাধারণ ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে ৪ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩নং ওয়ার্ডে ৫ জন, ৪নং ওয়ার্ডে ৪ জন, ৫নং ওয়ার্ডে ৪ জন, ৬নং ওয়ার্ডে ৫ জন, ৭নং ওয়ার্ডে ৩ জন, ৮নং ওয়ার্ডে ৫ জন, ৯নং ওয়ার্ডে ২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অবাদ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে দাবী করে বিশ্বনাথ উপজেলার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনের দুই রিটার্ণিং কর্মকর্তা বিশ্বনাথ উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ার ও গোয়াইঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবীর সর্বমহলের সার্বিক সহযোগীতা কামনা করেছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী- মনোনয়নপত্র বাছাই ১৯ জুন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ও প্রতীক বরাদ্দ ২৫ জুন এবং ব্যালটের মাধ্যমে ভোট গ্রহন ১৭ জুলাই অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD