BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:২৩
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে শিকারিরা থেমে নেই, অবমুক্ত ৯টি পাখি


আগস্ট ১, ২০২২ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পাখি শিকারিরা থেমে নেই। শিকারীদের কবল থেকে উদ্ধার করা ৯টি পাখি অবমুক্ত করেছে বনবিভাগ।

জেলার মাধবপুর থেকে অভিযান চালিয়ে শিকারীদের কবল থেকে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির ৯টি পাখির মধ্যে ছিলো ৪টি কোড়া, ৪টি তিলা ঘুঘু ও ১টি শালিক।

সোমবার (১ আগস্ট) বিকেলে এসব পাখি হবিগঞ্জ বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অফিস এরিয়ায় অবমুক্ত করা হয়।

হবিগঞ্জ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরীর নির্দেশ মতে পাখিগুলো অবমুক্ত করেন ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন এ বিভাগের জিয়াউল হক রাজু, রানা আহমেদ, তাপস ভর, টিপলু দেব, রুপক দেবনাথ, অনুরঞ্জন অধিকারী, আব্দুর রহিম, লিয়াকত আলী, কাঁচা মিয়া প্রমুখ।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে জেলার মাধবপুর উপজেলার শাহপুর ও আলাকপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পাখি, খাঁচা ও ফাঁদগুলো উদ্ধার করা হয়।

এর আগে গত ১৪ জুলাই রাতে হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল থেকে ডাহুক পাখিসহ ৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে সোহেল মিয়াকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। বাকী দুইজনকে মুচলেকা রেখে মুক্তি দেওয়া হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।