ধর্ম ও জীবন ডেস্কঃ হাজি সাহেবগণ হজ করে যখন দেশে ফিরে আসেন, তোমরা তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে সম্মান জানানোর বিষয়ে হাদীসে রাসূলে করিম (স) আমাদের নির্দেশনা রয়েছে।
অপরদিকে যিনি হজ করে আসলেন তারও কর্তব্য হলো-তার আপনজন, প্রিয়জন, বন্ধু ও প্রতিবেশিদের খোঁজখবর নেওয়া, তাদের কাছে যাওয়া, তাদের জন্য দোয়া করা।
হাদীসে আসছে, যাদের হজ কবুল হয় হজ থেকে ফিরে আসার ৪০ দিন পর্যন্ত তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আমরা আশা করব, আল্লাহ সবার হজই কবুল করেছেন।
একজন মানুষ যখন হজ করে ফেরেন তখন তিনি আল্লাহর কাছে একজন মর্যাদাবান ব্যক্তি হন, তার দোয়া যেহেতু কবুল হবে সেহেতু তারও কিছু করণীয় রয়েছে।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।