BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ভোর ৫:২৫
আজকের সর্বশেষ সবখবর

গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি কামাল চৌধুরী   বঙ্গবন্ধু প্রথম সার্বভৌম বাঙালি 


জুন ৩, ২০২২ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট:: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির সাবেক প্রধান সমন্বয়ক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব কবি কামাল চৌধুরী বলেছেন, ৭ মার্চের ভাষণের মাধ্যমে বঙ্গবন্ধু বাঙালির ইতিহাসে প্রথম সার্বভৌম বাঙালি হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তখন তিনি জাতিকে যে আহবান নির্দেশনা দিয়েছেন জাতি তা অনুসরণ করেছে।পৃথিবীর ইতিহাসে এ রকম আর নেই।

গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক ডা. প্রাণগোপাল দত্তের “বহুমাত্রিক দার্শনিক বঙ্গবন্ধু ” ও মুক্তিযুদ্ধ গবেষক আমিরুল হক বাবলুর “বর্হিবিশ্বে শহীদ মিনার” গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থ আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।  মদন মোহন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, বিশিষ্ট লেখক ও গবেষক ডক্টর আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন , জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলানমূলক সাহিত্য বিভাগের পরিচালক ও কবি শামীম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ, সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্ধীপ কুমার সিংহ, স্থানীয় সরকার বিভাগ সুনামগঞ্জের পরিচালক কবি জাকির জাফরান।  আলোচক হিসেবে বক্তব্য রাখেন, কবি ও গবেষক ড. মোস্তাক আহমাদ দীন, সাংবাদিক ও সংগঠক মুক্তাদীর আহমদ মুক্তা, লেখক ও গবেষক সুমনকুমার দাশ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী ও “বর্হিবিশ্বে শহীদ মিনার” গ্রন্থের লেখক আমিরুল হক বাবলু।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।