BD SYLHET NEWS
সিলেটসোমবার, ১৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৬:১২
আজকের সর্বশেষ সবখবর

শনিবার সিলেটে যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ


মার্চ ১০, ২০২২ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডটকম : সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকায় শনিবার (১২ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (১০ মার্চ) বিষয়টি জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১ এর নির্বাহী প্রকৌশলী মো. ফজলুল করিম।

তিনি জানান, ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের অধীনস্থ নগরীর ঘাসিটুলা, মির্জাজাঙ্গাল, শাহজালাল ঘাট, কিন ব্রিজ এলাকা এবং ওসমানী মেডিক্যাল ফিডারের আওতাধীন নগরীর মির্জাজাঙ্গাল, রামের দিঘীর পাড়, সুরমা মার্কেট, তােপখানা, লালদিঘীর পাড়, নবাব রােড, ঘাসিটুলা, মজুমদার পাড়া, শামিমাবাদ আ/এ, কানিশাইল, বেতের বাজার, কলাপাড়া, টিকর পাড়া, শেখঘাট, কীন-ব্রীজ, কাজিরবাজার, তেলিহাওড়, তালতলা, মেডিকেল রােড, কাজলশাহ, ভাতালিয়া, কুয়ারপাড়, লামাবাজার, রিকাবীবাজার, মধুশহীদ, মুন্সীপাড়া, সাগরদিঘীর পাড়, মিরের ময়দান, পুলিশ লাইন, বর্ণমালা পয়েন্ট, মুনিপুড়ী বস্তি ও সুবিদবাজার (আংশিক)-সহ আশপাশ এলাকায় শনিবার সকাল ৭টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

 

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।