BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০০
আজকের সর্বশেষ সবখবর

সিলেট জেলা আইনজীবি সমিতির নব-নির্বাচিত নেতৃবৃন্দকে জেলা আ’লীগের অভিনন্দন


জানুয়ারি ১৪, ২০২২ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::ঐতিহ্যবাহী সিলেট জেলা আইনজীবি সমিতির ২০২২ সালের এর নির্বাচনে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহফুজুর রহমান “সাধারণ সম্পাদক” হিসেবে ২য় বারের মতো নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

একই সাথে নব-নির্বাচিত অন্যান্য সকল নেতৃবৃন্দকেও সিলেট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২ নম্বর হলের দ্বিতীয় ও তৃতীয় তলায় দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আইনজীবী সমিতির এক হাজার ৬৮১ জন ভোটারের মধ্যে এক হাজার ৫৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২০২২ সালের বার্ষিক নির্বাচনে ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫১ জন আইনজীবী প্রার্থী।

শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো.আলীম উদ্দিন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।