BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:১৭
আজকের সর্বশেষ সবখবর

দলীয় প্রধান হয়ে প্রথমবার নির্বাচনে যারা


জানুয়ারি ২৫, ২০২৬ ১:১৮ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একাধিক রাজনৈতিক দলের প্রধান প্রথমবারের মতো সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু অন্যতম।

ঢাকা-১৭ ও বগুড়া-৬ (সদর) আসন থেকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার সংসদ সদস্য পদে নির্বাচন করছেন। তারেক রহমান ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রচারণায় অংশগ্রহণের মাধ্যমে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। ২০০২ সালে তিনি দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও ২০০৯ সালে জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সাল থেকে দীর্ঘদিন ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর চলতি বছরের ৯ জানুয়ারি তিনি ভারমুক্ত হন। তবে এখন পর্যন্ত তিনি সরাসরি কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ আসন থেকে নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণের পাশাপাশি প্রথমবারের মতো ভোটাধিকারও প্রয়োগ করবেন। জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত নেতা নাহিদ ২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের পর এনসিপিতে যোগ দেন।

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর পটুয়াখালী-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নির্বাচিত হন এবং ২০২১ সালে তার রাজনৈতিক দল গনঅধিকার পরিষদ গঠন করেন।

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ আসনে প্রথমবারের মতো জাতীয় নির্বাচনে প্রার্থী হলেও তার পূর্ববর্তী কোনো নির্বাচনে অংশগ্রহণের রেকর্ড নেই। তিনি ২০০৯ সালে বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দলটির আমির হন।

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সভাপতি মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ২০০৩ সালে ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নির্বাচিত হন এবং ২০০৪ সালে জামায়াতে যোগ দেন। ২০১৯ সালে জামায়াত থেকে বহিষ্কার হওয়ার পর ২০২০ সালে এবি পার্টি গঠন করেন। জামায়াতের সদস্য থাকাকালীন তিনি কোনো নির্বাচনে অংশ নেননি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম কখনও জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেননি এবং এ বছরও প্রতিদ্বন্দ্বিতা করছেন না। তবে দলটির সিনিয়র নায়েবে আমির তার ভাই মুফতি সৈয়দ ফয়জুল করিম বরিশাল-৫ আসনে প্রার্থী। তিনি এর আগে ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন।

নির্বাচনে প্রথমবারের মতো অংশগ্রহণকারী এই দলীয় প্রধানদের উপস্থিতি এবারের ভোটকে আরও বৈচিত্র্যময় ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে বলে বিশ্বাস রাজনৈতিক পর্যবেক্ষকদের।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।