BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১১
আজকের সর্বশেষ সবখবর

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে যুক্তরাজ্যে নতুন প্রজন্মের মিলনমেলা


জানুয়ারি ৬, ২০২৬ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে যুক্তরাজ্য ছাত্রলীগের উদ্যোগে ‘নতুন প্রজন্মের মিলনমেলা’ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (৪ জানুয়ারি) বিকেল ২টায় লন্ডনের ইস্ট এন্ডে অবস্থিত দ্যা এনসাইন ইয়ুথ ক্লাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত ছাত্রলীগের বর্তমান ও সাবেক নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ নতুন প্রজন্মের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ এবং রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রযাত্রা নিয়ে আলোচনা করেন।

যুক্তরাজ্য ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সজীব ভুইয়ার পরিচালনায় বক্তব্য দেন, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্নসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্যা হাবিবুর রহমান হাবিব, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী , বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফজলে রাব্বি শ্মরন, যুক্তরাজ্য ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক জুয়েল আহমেদ, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ও ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগ, আল জাবের আহমেদ রুম্মান, বদরুদ্দোজা আকাশ, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা রেজা মাহমুব লস্কর, ছাত্রলীগ নেতা মো: মুছা মিয়া, তানজিনা আক্তার, মৌলভীবাজার উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক তাহমিদ আহমেদ, কাওছার আনোয়ার জুনেদ, আহমদ উল্লাহ আরশাদ, দক্ষিণ সুরমা উপজেলা সেচ্চাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো: জাকির হোসেন, মিজানুর রহমান, জাকারিয়া আহমেদ, আহমেদ আবরার জামি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ শুধু একটি ছাত্র সংগঠন নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, গণতান্ত্রিক আন্দোলন ও উন্নয়ন অগ্রযাত্রার অবিচ্ছেদ্য অংশ। দেশের সংকটময় সময়ে ছাত্রলীগ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। প্রবাসেও সেই আদর্শ ধারণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে কেক কেটে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্টাবার্ষিকী পালন করা হয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।