বিশ্ব ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি ২০২৫ সালে সবাইকে অবাক করেছেন। ইন্টার মিয়ামি ক্লাব ও আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে রেকর্ড ভেঙেছেন এই ফরোয়ার্ড। গোল, অ্যাসিস্ট আর ট্রফি—সবক্ষেত্রেই মেসি ২০২৫ সালে এক নতুন ইতিহাস রচনা করেছেন।
২০২৫ সালের জুনে ৩৮ বছর বয়সে প্রবেশ করেও মেসি প্রমাণ করেছেন বয়স শুধু একটি সংখ্যা। মেজর লিগ সকারে তিনি একটানা ছয়টি ম্যাচে দু’গোল করে রেকর্ড স্থাপন করেছেন।
এই পারফরম্যান্সের মাধ্যমে মেসি এক সিজনে সর্বাধিক ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ও ‘প্লেয়ার অব দ্য ম্যাচডে’ পুরস্কার জেতার রেকর্ডও স্থাপন করেছেন। একই সঙ্গে দুই ধারাবাহিক মৌসুমে ৩৫-এর বেশি গোল ও অ্যাসিস্টের মাইলফলক অতিক্রম করা প্রথম খেলোয়াড় হিসেবে তিনি এমএলএস ইতিহাসে নাম লেখালেন।
এ সময় সর্বোচ্চ সাফল্য হলো, দুই ধারাবাহিক মৌসুমে এমএলসের এমভিপি জেতা প্রথম খেলোয়াড় মেসি।
২০২৬ বিশ্বকাপে মেসির সম্ভাব্য রেকর্ড
২০২২ সালে কাতারে বিশ্বকাপ জেতার পর, ২০২৬-এ মেসির সামনে নতুন রেকর্ডের সুযোগ আছে। তিনি পাঁচটি ভিন্ন বিশ্বকাপে খেলার সুযোগ পেতে পারেন, যা ইতিমধ্যেই ক্রিশ্চিয়ানো রোনালদো ও মেক্সিকোর গুইলেমো ওচোয়ার সঙ্গে ভাগাভাগি করা সম্ভাবনা।
বিশেষ রেকর্ড হিসেবে, মেসি হতে পারেন প্রথম খেলোয়াড় যিনি অধিনায়কের ব্যাজ পরে দুইবার বিশ্বকাপ জিতবেন। তিনি সর্বাধিক বিশ্বকাপ খেলা রেকর্ড (২৬ ম্যাচ) বাড়াতে পারবেন।
এবং ১৩ গোলের সঙ্গে বিশ্বকাপের সর্বকালের গোলরেকর্ডের দিকে এগোতে পারবেন। বর্তমানে তিনি রোনালদো নাজারিও (১৫) ও মিরোস্লাভ ক্লোসে (১৬) এর পেছনে রয়েছেন।
আরেকটি অনন্য সুযোগ হলো- তিনটি বিশ্বকাপ ফাইনালে খেলার সম্ভাবনা। মেসি ইতিমধ্যেই ২০১৪ ও ২০২২ সালের ফাইনালে খেলেছেন, আর ২০২৬ সালে আরেকটি ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও পেলে তিনবার বিশ্বকাপ জিতেছেন, ১৯৬২ সালে আঘাতের কারণে তিনি শুধু দুটি ম্যাচ খেলেছিলেন।
ইন্টার মিয়ামিতে নতুন রেকর্ডের পথে
২০২৫ সালে মেসির ইন্টার মিয়ামি জীবনও সফলতার গল্পে ভরা। এমএলএস কাপ জয়, ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপসহ বিভিন্ন প্রতিযোগিতায় তার পারফরম্যান্স নজরকাড়া ছিল।
ক্লাবের সর্বকালের শীর্ষ গোলদাতা হিসেবে মেসি থাকলেও আরও কিছু এমএলএস রেকর্ড তার জন্য অপেক্ষা করছে।
মেসি হতে পারেন এমএলএস-এ পরপর দুই মৌসুমের গোল্ডেন বুট জেতা প্রথম খেলোয়াড়। ২০২৫ সালে তিনি ২৯টি রেগুলার সিজনের গোলের সঙ্গে প্লে-অফে ৬টি গোল করেছেন।
ব্যক্তিগত মাইলফলকও এখন চোখের সামনে
মেসির ক্যারিয়ার গোল সংখ্যা এখন ৮৯৬। ৯০০ গোলের মাইলফলক খুব কাছাকাছি। এ ছাড়া ৪০৭টি অ্যাসিস্টের মাধ্যমে তিনি ইতিহাসের সর্বাধিক অ্যাসিস্ট করা খেলোয়াড়।
একটি ব্যক্তিগত রেকর্ড এখনো তার হাতে নেই—ফ্রি-কিক গোল। মেসির ৬৯টি ফ্রি-কিক গোল আছে, যা জুনিনহো (৭২) এবং মার্সেলিনহো (৭৮)-এর চেয়ে কম। ২০১৮ সালে তিনি ১০টি ফ্রি-কিক গোল করেছিলেন। ২০২৬ সালে যদি সেই ধারা ধরে যান, তাহলে মেসি আরেকটি মহাত্মক রেকর্ডের মালিক হবেন।
