BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:১৭
আজকের সর্বশেষ সবখবর

ভোটের মাঠে অসৎ উপায়ের সুযোগ নেই: হবিগঞ্জ জেলা প্রশাসক


জানুয়ারি ৬, ২০২৬ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী অনেক মানুষ আজও ভোট দেওয়ার সুযোগ পাননি। তাদের দীর্ঘদিনের সেই আক্ষেপ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ঘোচানো হবে বলে জানিয়েছেন হবিগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে চুনারুঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচন হবে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ। এতে কোনো ধরনের অসৎ উপায় অবলম্বনের সুযোগ থাকবে না। জনগণ যাদের ভোট দিয়ে নির্বাচিত করবেন, তারাই বিজয়ী হবেন-এ বিষয়ে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট থানার ওসি মো. শফিকুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরী, টিএইচও ডা. মোজাম্মেল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক, নাগরিক সংগঠন, সামাজিক ও ছাত্র সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে।

তিনি জানান, জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটও অনুষ্ঠিত হবে। গণভোটের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে এখনও কিছু অস্পষ্টতা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব বিষয় পরিষ্কারভাবে জনগণের কাছে তুলে ধরতে প্রশাসনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম, সভা-সেমিনার ও বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি চালানো হচ্ছে। প্রস্তাবিত গণভোটে ১০ বছরের বেশি সময় কেউ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না বলেও তিনি উল্লেখ করেন। সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা চুনারুঘাট উপজেলার নানা সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরলে জেলা প্রশাসক সেগুলো নোট করেন এবং সমাধানের আশ্বাস দেন। একই সঙ্গে সুষ্ঠু নির্বাচন ও গণভোট বাস্তবায়নে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন বক্তারা।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।