BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৯
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় বৃদ্ধা নিহত


জানুয়ারি ৫, ২০২৬ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের কমলগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় দুর্জয় শব্দকর (৭৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কমলগঞ্জ-মুন্সিবাজার সড়কের ঠাকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে ওই পিকআপ ভ্যানকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।

বৃদ্ধা দুর্জয় শব্দকর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সুরান্দপুর গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুর্জয় শব্দকর ঠাকুর বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় বিপরীত থেকে আসা একটি দ্রুতগামী পিকআপ ভ্যান পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

খবর পেয়ে মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনাস্থলে গিয়ে কমলগঞ্জ থানাকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে পিকআপ ভ্যানটি জব্দ করে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।