২০০৫ সালের ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলপ্রেমীদের কাছে আজও স্মরণীয়। সেই টুর্নামেন্টের ফাইনালে আর্জেন্টিনার কাছে ২–১ গোলে হেরে যায় নাইজেরিয়া। ম্যাচটিতে আর্জেন্টিনার হয়ে জয়সূচক পেনাল্টি গোল করেন তরুণ লিওনেল মেসি।
টুর্নামেন্ট শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতে নেন মেসি। আর নাইজেরিয়ার মিডফিল্ডার জন মাইকেল ওবি পান ‘সিলভার বল’।
তবে অনেক বছর পর একটি পডকাস্টে মাইকেল ওবি জানান, তখন তিনি মনে করেছিলেন গোল্ডেন বলটি তারই পাওয়া উচিত ছিল। ফাইনাল শেষে মেসির সঙ্গে এ নিয়ে কথা বলেন তিনি।
ওবি তিনি মেসিকে বলেছিলেন ‘তুমি আমার কাছ থেকে গোল্ডেন বলটা নিয়ে নিলে, আমি এটা পাওয়ার যোগ্য ছিলাম।’
এমন কথা শুনে মেসি খুব শান্ত ও নম্র প্রতিক্রিয়া দেখান। তিনি ওবিকে বলেন, এটা আমার সিদ্ধান্ত নয়, এটা নির্বাচন কমিটির সিদ্ধান্ত। তুমি দারুণ খেলেছো।’
ওই সময়ে মেসি ওবিকে নিজের গোল্ডেন বল দিয়ে পুরস্কার বদলানোর প্রস্তাবও দেন। তবে ওবি সেই প্রস্তাব গ্রহণ করেননি। তিনি বলেন, শেষ পর্যন্ত মেসিই প্রকৃত অর্থে পুরস্কারের যোগ্য ছিলেন।
উল্লেখ্য, ২০০৫ সালের সেই অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে মেসি শুধু গোল্ডেন বলই নয়, গোল্ডেন বুটও জিতেছিলেন সর্বোচ্চ গোলদাতা হিসেবে। আর ওই টুর্নামেন্ট থেকেই বিশ্ব ফুটবলে মেসির উত্থান শুরু হয়।
অন্যদিকে মাইকেল ওবিও স্বীকার করেন যে তিনি সেই বিশ্বকাপে নাইজেরিয়ার হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন এবং দলের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন।
