শ্রমজগতের রুপান্তর-রূপরেখা শ্রম সংস্কার কমিশনের সুপারিশ ও স্কপের ৯ দফা বাস্তবায়নে করণীয় নির্ধারণে আগামী ২ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় চৌহাট্টাস্হ শহীদ সূলেমান হলে সিলেট বিভাগীয় ট্রেড ইউনিয়ন কনভেনশন অনুষ্ঠিত হবে। এতে বক্তব্য রাখবেন শ্রম বিশেষজ্ঞ, স্কপ কেন্দ্রীয় ও বিভাগীয় নেতৃবৃন্দ এবং বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
এদিকে ২ডিসেম্বর বিভাগীয় কনভেনশন সফলের লক্ষ্যে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ -স্কপ সিলেট জেলা পরিচালনা পর্ষদের একসভা আম্বরখানাস্থ বিদ্যুৎ কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ-স্কপ এর আহ্বায়ক, জাতীয়তাবাদী শ্রমিক দলের জেলা আহ্বায়ক মোঃ সুরমান আলীর সভাপতিত্বে ও স্কপ জেলা সদস্য সচিব, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সভাপতি আবু জাফর এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জাতীয়তাবাদী শ্রমিক দলের নুর ইসলাম, মনজুর আহমদ চৌধুরী,ইউনুস মিয়া, আব্দুল লতিফ খান,ট্রেড ইউনিয়ন সংঘের জেলা সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, জাতীয়তাবাদী শ্রমিক দলের সৈয়দ শামসুল হক, ময়নুল ইসলাম (অপু) চৌধুরী প্রমূখ।
সভায় বক্তারা আগামী ২ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০টায় সিলেট বিভাগীয় ট্রেড ইউনিয়ন কনভেনশন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
