স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের পঞ্চম শ্রেণির মেধাবী ও উদ্যমী শিক্ষার্থীদের পরিকল্পনা, উদ্যোগ ও দক্ষ পরিচালনায় এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিনের নেতৃত্বে আয়োজিত ‘কেড টক সেমিনার ২০২৫’ মঙ্গলবার (২৫ নভেম্বর) সাফল্যের এক অনন্য মাইলফলক স্পর্শ করেছে এবং গড়েছে সৃজনশীল নেতৃত্ব ও সাফল্যের এক নতুন ইতিহাস।
“চিন্তা, জ্ঞান ও সৃজনশীলতার অপূর্ব সমন্বয়ে গঠিত এই বৌদ্ধিক প্ল্যাটফর্মটি শিক্ষার্থীদের দূরদর্শী ভাবনা, উদ্ভাবনী ধারণা এবং বোধের পরিসর তুলে ধরার এক অসাধারণ সুযোগ সৃষ্টি করেছে।”- অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী এই মন্তব্যটি করেন।
সেমিনার-অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে অনুষ্ঠানটির মর্যাদা বৃদ্ধি করেন স্কলার্সহোমের সম্মানিত অ্যাকাডেমিক কোঅর্ডিনেটর প্রফেসর জয়নুল আবেদীন চৌধুরী, শাহী ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ কর্ণেল (অব) মুনীর আহমেদ কাদেরী। পাশাপাশি বিভিন্ন শাখার সিনিয়র শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানটিকে করেছে আরও গুরুত্ববহ ও তাৎপর্যমণ্ডিত।
অতিথিবৃন্দ তাঁদের মূল্যায়নে শিক্ষার্থীদের প্রতিভা, সম্ভাবনা ও মেধার প্রশংসা করেন এবং এ আয়োজনের একাডেমিক গুরুত্ব তুলে ধরেন।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ শামছ উদ্দিন এবং উপাধ্যক্ষ শানিজ ফাতেমা ইব্রাহিমের প্রেরণাদায়ী নেতৃত্ব, দূরদৃষ্টি ও নিবিড় তত্ত্বাবধানে এ আয়োজনে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কোঅর্ডিনেটর শর্মিলি রায়, সকল শিক্ষক ও পঞ্চম শ্রেণির সকল শিক্ষার্থী।
“করফং’ ওফবধং গধঃঃবৎ”— এই মূলমন্ত্রকে ধারণ করে স্কলার্সহোম শিবগঞ্জ ক্যাম্পাসের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা পরিকল্পনা, পরিচালনা ও সঞ্চালনার দায়িত্ব পালন করে আজ সৃষ্টি করেছে এক ব্যতিক্রমধর্মী ইতিহাস। শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, উপস্থাপনাশৈলী এবং সৃজনশীলতা সবাইকে করেছে মুগ্ধ।
হুমায়রা কবির আদীনা ও রুহামা ফাতেমা চৌধুরীর যৌথ উপস্থাপনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলমির বেলাল, ফারহান আহমেদ চৌধুরী, ইফফাত জামিলা নিহা, সম্পূর্ণা পাল পুনম, নম্রতা দেব প্রাচী, নাবিলা আফরিন পুশন, আমানা ইসলাম, সংহীতা রায়, হুমায়রা তাবাসসুম নওশিন এবং দুজন শিক্ষক- পরাগ রেনু দেব, বিজুলি রানী সিংহা।
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা পুরো আয়োজনকে দিয়েছে এক রঙিন, সজিব ও শিল্পসমৃদ্ধ পরিসমাপ্তি।
