BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০৮
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনে সারাদেশ ৩ ভাগে বিভক্ত করা হবে: ইসি সচিব


নভেম্বর ২৩, ২০২৫ ৫:০৮ অপরাহ্ণ
Link Copied!

জাতীয় নির্বাচনে সারাদেশকে রেড, ইয়েলো ও গ্রিন, এই তিন ভাগে ভাগ করে আইনশৃংখলা পরিস্থতি নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।

রোববার সকালে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশন ও কমনওয়েলথের মধ্যে বৈঠক শেষে এ সব কথা জানান তিনি। আখতার আহমেদ বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রস্তুতি নিয়ে আশাবাদী কমনওয়েলথের প্রতিনিধি দল।

আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তফসিল, ডিসেম্বরের প্রথম সপ্তাহে। সারাদেশেই বইছে নির্বাচনী হাওয়া।

ভোটের প্রস্তুতি ও সহযোগিতার বিষয়ে কথা বলতে রোববার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে যান কমনওয়েলথের ৬ সদস্যের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সংস্থার মহাসচিব শার্লি বাচউয়ি।

পরে তারা দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে। এক ঘণ্টা বৈঠকের পর সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গণভোটকে বাড়তি দায়িত্ব ও চ্যালেঞ্জ মনে করে কমনওয়েলথ।সার্বিক প্রস্তুতিতে সন্তোষ জানিয়েছে তারা।

নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও প্রস্তুতি নিয়েও জানানো হয়েছে কমনওয়েলথ প্রতিনিধি দলকে।

নির্বাচন কমিশন জানায়, ভোটে বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণ গ্রহণযোগ্যতা বাড়াবে বলে মনে করে কমনওয়েলথ। তবে তাদের প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।