BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০৮
আজকের সর্বশেষ সবখবর

আলেমরা রাষ্ট্র পরিচালনায় না এলে দেশে সুখ-শান্তি আসবে না


নভেম্বর ২২, ২০২৫ ৪:৩১ অপরাহ্ণ
Link Copied!

ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন এ কথা বলেছেন, আলেমদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে। আলেম-ওলামারা রাষ্ট্র পরিচালনায় সম্পৃক্ত না হলে দেশে সুখ-শান্তি আসবে না।

শুক্রবার (২১ নভেম্বর) চট্টগ্রামে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিল ও দস্তারবন্দি সম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, জনসম্পৃক্ততা বাড়াতে আলেমদের তৎপর হতে হবে। জনগণের সঙ্গে ওলামা-মাশায়েখদের সুসম্পর্ক থাকতে হবে। তাদের দেখভাল করতে হবে এবং খোঁজ-খবর নিতে হবে। বিদ্যমান রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনে ওলামাদের এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরে ড. খালিদ বলেন, আমরা নিজের দোষ দেখি না, পরের দোষ খুঁজে বেড়াই। কাউকে সম্মান জানালে তার কাছ থেকেও সম্মান পাওয়া যায়। তিনি সবার প্রতি বিনয়ী হওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা আরও বলেন, ক্ষমতা, টাকা-পয়সা বা ধন-দৌলত কোনো কিছুই স্থায়ী নয়। এ দেশে একসময় যাদের আদেশে মানুষের ফাঁসি হয়েছে, আজ অন্যদের আদেশে তাদের ফাঁসি হতে যাচ্ছে। এ কারণেই সবসময় আল্লাহকে স্মরণে রাখতে হবে।

তিনি বলেন, উলামায়ে কেরামের সংস্পর্শের বরকতে জীবন আলোকিত হয়, উত্তম চারিত্রিক গুণাবলি অর্জন করা যায়। তিনি আলেম-ওলামাদের সঙ্গে সুসম্পর্ক রাখা ও তাদের কাছ থেকে নেক দোয়া নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী। আরও উপস্থিত ছিলেন আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, জামিয়ার শিক্ষাসচিব আল্লামা মুফতি কিফায়াতুল্লাহসহ বিশিষ্ট আলেম-ওলামারা।

উল্লেখ্য, দু’দিনের বার্ষিক মাহফিল ও দস্তারবন্দী সম্মেলনে ১৪৪৫-৪৬ হিজরি শিক্ষাবর্ষে দাওরায়ে হাদীস উত্তীর্ণ প্রায় তিন হাজার আলেমকে সম্মানসূচক পাগড়ি পরানো হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।