আল্লামা নুরুল হুদা ফয়েজী একজন দেশপ্রেমিক এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার অকুতোভয় সৈনিক, পীর সাহেব চরমোনাই রহ: এর সুযোগ্য খলিফা, চরমোনাই মাদরাসার নায়েবে মুহতামিম, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের মহাসচিব, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নুরুল হুদা ফয়েজী রহ: মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল ৩টায় ঝালকাঠির রাজাপুরের গালুয়া গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক শোক বার্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম রিয়াজ ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি বলেন, আল্লামা নুরুল হুদা ফয়েজী রহ: একজন ইমানদার বান্দা ছিলেন, একজন সমাজ সেবক এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সৈনিক ছিলেন তিনি। মরহুমের মৃত্যুতে সমাজে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফৌরদাউস নসিব দান করুন, আমিন।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
