BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৬
আজকের সর্বশেষ সবখবর

ভোলাগঞ্জে পাথর শ্রমিক নিহত


মার্চ ২০, ২০২৫ ২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ রোপওয়ে বাঙ্কারে রাতের আধারে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মাটি ধসে এক কয়েস (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বাঙ্কারের সংরক্ষিত এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কয়েস নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত মোনরাজ মেম্বারের ছেলে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। তারা উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে গত ১৩ জানুয়ারি সকালে রোপওয়ে বাঙ্কারে সংরক্ষিত এলাকায় পাথর তুলতে গিয়ে লিটন মিয়া নামে আরও এক শ্রমিকের মৃত্যু হয়।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ আদনান জানান, কোম্পানীগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।