BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:০৬
আজকের সর্বশেষ সবখবর

আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেলেন ওমানে সড়ক দুর্ঘটনায় আহত জসিম


মার্চ ১৮, ২০২৫ ১২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : ওমান প্রবাসী চট্টগ্রামের চন্দনাইশের বাসিন্দা জসিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দীর্ঘ আইনি লড়াইয়ের মাধ্যমে ৮০ হাজার ওমানি রিয়াল, বাংলাদেশি মুদ্রায় প্রায় আড়াই কোটি টাকা ক্ষতিপূরণ পেয়েছেন।

২০২১ সালে বৈশ্বিক মহামারি করোনার সময় ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকায় সুলতান কাবুস মসজিদের সামনে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন জসিম উদ্দিন। তিনি তিন মাসেরও বেশি সময় ওমানে চিকিৎসা গ্রহণের পর দেশে ফিরে যান।

প্রথমে স্থানীয় একটি পক্ষের মাধ্যমে ওমানের আদালতে মামলা করলেও তিনি কোনো প্রতিকার পাননি। দেড় বছর পর জসিমের নিকটাত্মীয়রা ওমানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের শরণাপন্ন হন। দূতাবাসের আইনজীবীর মাধ্যমে নতুন করে মামলা করা হলে দুই বছর আইনি লড়াইয়ের পর তিনি ক্ষতিপূরণ পান।

রোববার (১৬ মার্চ) দুপুরে ওমানের বাংলাদেশ দূতাবাসে রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আজীম জসিম উদ্দিনের পরিবারের কাছে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করেন।

এসময় দূতাবাসের শ্রম কাউন্সিলর রাফিউল ইসলাম প্রবাসে কর্মরত বাংলাদেশিদের যেকোনো দুর্ঘটনা বা আইনি জটিলতায় দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান।

পরে রাষ্ট্রদূত ওমানে বসবাসরত বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।