বিডিসিলেট ডেস্ক : সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় বিজিবির বিশেষ টহল দলের অভিযানে ১৫৫ কার্টুন অবৈধ ভারতীয় মালটা জব্দ করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৪ মার্চ) সকাল সাড়ে ৮টায় মেজর তাহামিদুল ইমাম (২৭ বীর) এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব চোরাচালানকৃত ফল আটক করে। আটককৃত ফলের বাজার মূল্য আনুমানিক ৪ লক্ষ ৬৫ হাজার টাকা।
অবৈধভাবে ভারতীয় মালটা আমদানি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তারা হলেন—সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হেমু মাজর্টুল গ্রামের ড্রাইভার নাজিম (৩৫), সাথে থাকা সহকারী শিকার খাঁ গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মোঃ রায়হান (১৭)।
আটককৃত ফলের মালিক মাইনুল নামে এক ব্যক্তি, যিনি সিলেট ফল মার্কেট-এ ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বিজিবি জানায়, জব্দকৃত ১৫৫ কার্টুন মালটার প্রতিটির ওজন ১৫ কেজি করে, যা মোট ২৩২৫ কেজি। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামাল ও আটককৃতদের জৈন্তাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের দাবি, সীমান্তপথে অবৈধ চোরাচালান রোধে বিজিবির এমন কঠোর অভিযান নিয়মিত পরিচালনা করা উচিত।