BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:৪৫
আজকের সর্বশেষ সবখবর

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত


মার্চ ১২, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : উন্নত জীবনের আশায় প্রায় ৯ মাস আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মহেন্দ্রপুর গ্রামের আব্দুল মাজেদ খান (২৯)। সোমবার মালয়েশিয়ার পেনাং শহরে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কালুখালির রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন।

জানা যায়, নিহত মাজেদ খান পরিবারের বড় ছেলে, মা-বাবা এবং ৫ বছরের একমাত্র মেয়েকে রেখে মালয়েশিয়ায় শ্রমিকের কাজ করতেন। নতুন ভিসার জন্য মেডিকেল পরীক্ষা করতে যাওয়ার পথে রাস্তা পারাপারের সময় একটি গাড়ির ধাক্কায় তিনি নিহত হন।

মাজেদের পরিবারের সদস্যরা তার মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বুধবার সকালেও নিহতের বাড়িতে শোকের মাতম চলছিল। তার মা শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন এবং স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।

নিহতের বাবা মোয়াজ্জেম খান বলেন, আমার ছেলে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমরা চাই, সরকার যেন তার মরদেহ দ্রুত দেশে আনার ব্যবস্থা করুক সরকার।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাচিনা পারভীন বলেন, বিষয়টি সম্পর্কে পারিবারিক সূত্রে জেনেছেন। তবে সংশ্লিষ্ট ইউপি সদস্যকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।