BD SYLHET NEWS
সিলেটবুধবার, ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১২
আজকের সর্বশেষ সবখবর

৮৭০০ অবৈধ প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব


ফেব্রুয়ারি ৯, ২০২৫ ১০:১৬ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে ২১ হাজারের বেশি অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে ৮ হাজারের বেশি প্রবাসীকে এরইমধ্যে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

গত এক সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন প্রান্তে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে এসব প্রবাসীদের গ্রেপ্তার করেছে বলে এক বিবৃতিতে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (৯ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়েছে, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগের কারণে সৌদি আরবে ২১ হাজার ৪৭৭ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছ সৌদি আরবের আইনশৃঙ্খলা বাহিনী। গত ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেপ্তার করা হয়েছে এদের। ব্যাপক নিরাপত্তার অভিযানের অংশ হিসেবে গ্রেপ্তার করা হয়েছে তাদের।

বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় রয়েছেন ১৩ হাজার ৬৩৮ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে ৪ হাজার ৬৬৩ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে রয়েছেন ৩ হাজার ১৭৬ জন। একই সময়ে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টায় গ্রেপ্তার হয়েছেন ১ হাজার ৩১৬ জন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ইথিওপিয়ান ও ইয়েমেনি নাগরিকের সংখ্যা বেশি। ইথিওপিয়ান ৫৮ শতাংশ, ইয়েমেনি ৪০ শতাংশ এবং অন্যান্য দেশের নাগরিক রয়েছেন দুই শতাংশ। আর অবৈধভাবে সৌদি আরব ছাড়ার চেষ্টায় গ্রেপ্তার করা হয়েছে ৭৭ প্রবাসীকে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয়ার জন্য দেশটিতে বসবাসরত ১৩ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত প্রবাসীদের মধ্যে ২৮ হাজার ৬৬১ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তাদের নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আর ২ হাজার ৯১৯ জনকে প্রত্যাবাসনের প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, দেশটিতে এখন ৩৭ হাজার ১২০ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। এদের মধ্যে ৩৩ হাজার ৫৪৭ জন পুরুষ এবং নারী রয়েছেন ৩ হাজার ৫৭৩ জন। এদের প্রত্যাবাসনের পদক্ষেপ প্রক্রিয়াধীন।

এছাড়া সৌদি আরব অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে। এ ব্যাপারে বারবার সতর্ক করে আসছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।