BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৮:২৩
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমায় এক মুসল্লির মৃত্যু


ফেব্রুয়ারি ১, ২০২৫ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার ময়দানে রমিজ আলী (৬০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে তার মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমার ময়দানে এখন পর্যন্ত চারজন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত রমিজ আলীর বাড়ি হবিগঞ্জের রামনগর উপজেলার ৩ নস্বর তেগরিয়া গ্রামে বলে জানা গেছে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিব ইসকান্দার জানান, রাতে ইয়াকুব আলী ইজতেমা ময়দানে বুকে ব্যথা অনুভব করলে অন্য মুসল্লিরা তাকে অ্যাম্বুলেন্সযোগে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত এ মুসল্লির খিত্তা নম্বর-৪৮।

এর আগে, শুক্রবার (৩১ জানুয়ারি) ইয়াকুব আলী (৬০) নামে এক মুসল্লির মৃত্যু হয় ইজতেমার ময়দানে। তিনি হবিগঞ্জ জেলার মৃত নয়াবুল্লার ছেলে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।