BD SYLHET NEWS
সিলেটরবিবার, ১৬ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ৯:০৪
আজকের সর্বশেষ সবখবর

এশিয়ান ফিল্ম কমিশনে যোগ দিল সৌদি আরব


জানুয়ারি ২৮, ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি ও জ্ঞান বিনিময়কে উৎসাহিত করতে এশিয়ার ফিল্ম কমিশন নেটওয়ার্কের সঙ্গে যোগ দিয়েছে সৌদি ফিল্ম কমিশন। খবর আরব নিউজ

এশিয়ান ফিল্ম কমিশন ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয়। এটি একটি অলাভজনক নেটওয়ার্ক প্রতিষ্ঠান। এর সঙ্গে এশিয়ার ১৯টি দেশ রয়েছে। এছাড়া ফিল্ম কমিশন, প্রোডাকশন অফিস সহ এ যাবতীয় প্রায় ৫০টি অধিক সংগঠন এর সঙ্গে যুক্ত রয়েছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ান ফিল্ম কমিশনের সদস্য হওয়ার মাধ্যমে স্থানীয় এবং আঞ্চলিক পর্যায়ের ছবিতে সহযোগিতা এবং সৌদি আরবের ফিল্ম ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিয়ে যাবে।

এই কমিশন ছবির পরিচালকদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করে। এছাড়া বিভিন্ন ধরনের সুবিধাসহ আর্থিক প্রণোদনাও দেয়া হয়ে থাকে।

এর আগে ২০২৪ সালে জুনে সৌদি ফিল্ম কমিশন বিশ্বব্যাপী চলচ্চিত্র শিল্পে সৌদি আরবের উপস্থিতি বাড়াতে এবং প্রযোজনা সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার প্রচারের জন্য অ্যাসোসিয়েশন অফ ফিল্ম কমিশনার ইন্টারন্যাশনাল- এ যোগ দেয়।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।