রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:০৫ পূর্বাহ্ন

শিরোনাম ::
মাদক ব্যবসার অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার আজহারীর মাহফিল থেকে ফেরার পথে শিক্ষার্থীর মৃত্যু সুনামগঞ্জে ১৯জন হাফেজকে সংবর্ধনা আজহারীর মাহফিলের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ সৌদি আরবে ২১ হাজার প্রবাসী গ্রেফতার যেসব গুণ থাকলে আল্লাহর প্রিয় হওয়া যায় দুই তারকা ছাড়াই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা ভারতের ঠান্ডা, সর্দি-কাশির উপশমে খেতে পারেন যেসব খাবার প্রথম পর্বে ৭৩৫ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল বাংলাদেশে ঢুকে গাছের ডাল কাটল বিএসএফ সুনামগঞ্জে সীমান্তজুড়ে কঠোর অবস্থানে বিজিবি সিলেটে সীমান্তে ভারতীয় চোরাই পণ্য জব্দ হবিগঞ্জে সীমান্ত এলাকায় সাড়ে ৭ কোটি টাকার মাদক ধ্বংস নেপালকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা বাংলাদেশের লাউয়াছড়ায় পর্যটকের ভিড়ে অস্বস্তিতে বন্য প্রাণী




নেইমারের মায়ামিতে খেলা নিয়ে যা বললেন কোচ মাসচেরানো

308207 1736572381 - BD Sylhet News




স্পোর্টস ডেস্ক : ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বার্সেলোনাকে অপ্রতিরোধ্য করে তুলেছিল মেসি, সুয়ারেজ এবং নেইমারের ত্রিফলা আক্রমণ। এই সময়টিকে অনেকে বার্সেলোনার স্বর্ণযুগও বলে থাকেন। সম্প্রতি গুঞ্জন উঠেছে আবারও একসঙ্গে দেখা যাবে এই তিন তারকা ফুটবলারকে।

সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইন্টার মায়ামিতে মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার বিষয়ে নিজেই ইঙ্গিত দিয়েছেন নেইমার। তবে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাসচেরানো এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়ার সম্ভাবনাকে ‘অসম্ভব’ বলে উল্লেখ করেছেন।

এমএলএস মিডিয়া ইভেন্টে ইন্টার মায়ামির কোচ মাসচেরানো বলেন, এই মুহূর্তে নেইমারকে দলে নেওয়া সম্ভব নয়। নেইমার একজন অসাধারণ খেলোয়াড়। তবে এমএলএসের বেতন কাঠামো অনুযায়ী এই মুহূর্তে তাকে নেওয়া অসম্ভব।

এ ছাড়াও লুইস সুয়ারেজ ও নেইমারের প্রশংসা করে বলেন, সে একজন অবিশ্বাস্য মানের খেলোয়াড়। আমাদের একসঙ্গে খেলার সময়ের স্মৃতিগুলো দুর্দান্ত। তবে এখন আমরা ভিন্ন যুগে আছি। ফুটবলে যেকোনো কিছু সম্ভব, কিন্তু সেসব বাস্তবায়ন করা জটিল।

মেসি, সুয়ারেজ এবং নেইমারের সম্মিলিত প্রচেষ্টায় ২০১৪-১৫ মৌসুমে বার্সা জিতেছিল ‘ট্রেবল’ লা লিগা, কোপা দেল রে এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগ। তিন বছরে এই ত্রিফলা ৩৬৪ গোল এবং ১৭৩টি গোলে সহায়তা করেছিল।

এরপর ২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দিয়ে দলবদলের বিশ্বরেকর্ড গড়েন। এরপর থেকে এই ত্রিফলা আর একসঙ্গে দেখা যায়নি। মেসি ও নেইমার খেলেছেন পিএসজিতে। এখনও মায়ামিতে মেসির সঙ্গী সুয়ারেজ।

মেসি ও সুয়ারেজের সঙ্গে খেলার বিষয়ে নেইমার সিএনএনকে বলেন, মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অসাধারণ। ফুটবল বিস্ময়ে ভরপুর, তাই কিছু বলা যায় না।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD