শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম ::
সিলেটে সেই রিজেন্ট পার্ক রিসোর্টকাণ্ডে মামলা, আসামি ছাত্রদল নেতাসহ ৩০০ সিলেট ওসমানী হাসপাতাল এলাকা থেকে বৃদ্ধ “নি খোঁ জ” বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের শনিবার সিলেটে ১৫০ এলাকায় বিদ্যুৎ থাকবে না! বেকারত্বে ভেঙে পড়ছে বিপ্লবী ছাত্রদের স্বপ্ন উপদেষ্টারা কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে: আসিফ মাহমুদ যে কোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের বিশ্বের প্রথম উড়ন্ত বৈদ্যুতিক বাইক উন্মোচন খালি পেটে গাজরের রস খাওয়ার উপকারিতা হবিগঞ্জে দেখা মিলেছে ভালুক, জনসাধারণ চলাচলে সতর্কতা জারি শাল্লায় রাস্তার কাজে লাখো মানুষের আনন্দের জোয়ার লিবিয়ায় ৪৫ লাখেও বাঁচানো গেল না রাকিবের প্রাণ উত্তম রিজিকের জন্য দোয়া ও করণীয় স্বামীকে নিয়ে তনির আবেগঘন স্ট্যাটাস বিজিবি-বিএসএফ শীর্ষ পর্যায়ের বৈঠক ফেব্রুয়ারিতে




গোলাপগঞ্জ-বিয়ানীবাজার এলাকার উন্নয়নে কাজ করতে চাই – অহিদ আহমেদ

Messenger creation B1E270FE 3CAD 4A10 9B9C 116B55CFB651 - BD Sylhet News




বিডি সিলেট :: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গোলাপগন্জ বিয়ানীবাজারের জেলা ও থানা পর্যায়ের সাবেক ছাত্র যুব নেতাদের যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটের সাবেক নির্বাহীডেপুটি মেয়র ৫ বারের নির্বাচিত কাউন্সিলর, যুক্তরাজ্য সরকারী দল লেবার পার্টির সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী গোলাপগন্জ যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও কেন্দ্রীয় যুদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং যুজরাজ্যে স্থানীয় সরকার মন্ত্রীর এডভাইজারী কমিটির বেতনভূক্ত সদস্য জনাব আ ম অহিদ আহমদের সাথে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্টিত হয়।

লন্ডনের একটি অভিজাত রেষ্টুরেন্টে জুলাই আগষ্টের স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে জীবনের সাথে যুদ্ধ করে বেচে আছেন তাদের কে কি ভাবে সহযোগিতা যায় সেই আলোকে অনুষ্টিত সভায় সভাপতিত্বে করেন সাবেক তুখোড় ছাত্র নেতা সিলেট জেলা যুবদলের নেতা ফুলবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব এমদাদ হোসেন টিপু সাবেক এবং সাবেক ছাত্রনেতা বিশিষ্ট সংগঠক যুক্তরাজ্য বি এন পি নেতা ফেরদৌস আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় পবিত্র কালামে পাকে থেকে তেলাওয়াত করেন মনজুর আহমদ শাহনাজ । সভায় অহিদ আহমদ স্বাগত বক্তব্যে দেশে অবস্তান কালে গোলাপগন্জ- বিয়ানীবাজারের বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে মতবিনিময় করেন বিশেষ করে দলীয় নেতা কর্মীদের সাথে যোগাযোগ করে তাদের খোঁজখবর নিতে গিয়ে বিগত পনেরো বছর পতিত সরকারের জুলুম নির্যাতনের এক করুন চিত্র তুলে ধরেন। ৫ই আগষ্ট ২০২৪ খুনি হাসিনার পতনের পর আমাদের অনেক নেতা কর্মী যারা দীর্ঘদিন দেশে যেতে পারে নাই তারাও নতুন স্বাধীন দেশে গিয়েছিলেন সকলেই তাদের দেশ সফরের অভিজ্ঞতা বর্ননা করেন এবং সকলেই এই আয়োজনকে সমর্থন করে বলেন শুধু সহযোগিতা নয় বরং বি এন পি পরিবারকে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে গোলাপগঞ্জ -বিয়ানী বাজারের মাটি ও মানুষের কল্যাণে কাজ করে সুন্দর সমাজ বিনির্মানের আহ্বান করেন সভায় উপস্তিত হয়ে বক্তব্য রাখেন সিলেট মহানগর বি এন পির সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জনাব আজমল বকত চৌধুরি ছাদেক, বার্কিং ও ডেগেনাম কাউন্সিলের সাবেক লড্ মেয়র ফারুক আহমদ, বিয়ানীবাজার ছাত্রদলের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, বিয়ানীবাজার ছাত্রদলের সাবেক সিনিয়র নেতা দবীর আহমেদ, বিয়ানীবাজার ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দীন কাজল, লন্ডন মহানগর বি এন পির সভাপতি তাজুল ইসলাম গোলাপ গন্জ যুবদলের প্রতিষ্টাতা সাধারন সম্পাদক দেওয়ান নজরুল, গোলাপগঞ্জ যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম শফি, সিলেটের আলোচিত সাবেক ছাত্রদল নেতা তোফায়েল বাসিত তপু, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি হাজি এম এ ছালাম, জাসাস ইউরোপিয়ান কোর্ডিনেটর ইকবাল হোসেন, বিয়ানী বাজার যুবদলের সাধারণ সম্পাদক পলক, জি এস রোম্মান আহমদ চৌধুরি, বিশিষ্ট ফুটবলার সাহেদ আহমদ, এম এ মুনিম, জহুরুল ইসলাম সামুন, কানাডা যুবদলের সাধারণ সম্পাদক আলী আহমদ, যুক্তরাজ্য যুবদল নেতা দেওয়ান আব্দুল বাছিত, শেখ লায়েকুল ইসলাম, এম এ কাইয়ুম বিশিষ্ট সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, জি এম অপু শাহরিয়ার, লন্ডন বি এন পি নেতা শাফিউল আলম, বিশিষ্ট সমাজসেবক কিবরিয়া ইসলাম,আমির হোসেন প্রমুখ। এক পর্যায়ে সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমদ বলেন কাউন্সিলর অহিদ আহমদ শুধু বাংলাদেশী রাজনীতি নয় বৃটেনের মুল ধারার রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত মুখ তিনি ব্রিটেনে বাংলাদেশী কমিউনিটির অহংকার, উনার মেধাকে যদি আমাদের দেশীয় রাজনীতির সাথে সম্পৃক্ত করা যায় তাহলে আমাদের দেশের মানুষ আরো বেশি উপকৃত হবে। আমাদের দীর্ঘদিনের অবহেলিত জনপদ গোলাপগঞ্জ- বিয়ানী বাজারের মাটি ও মানুষের জন্য কাজ করার সুযোগ পেলে শুধু এই এলাকা নয় বরং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহায়ক হবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে সকলে অহিদ ভাইকে তার ইচ্ছার কথা জানতে চাইলে তিনি বলেন দলীয় পদ-পদবি আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ নয়, আমি দলের হয়ে কাজ করতে পছন্দ করি এবং করেও যাচ্ছি। আগামী দিনের জাতির কর্ণধার আন্দোলনের সময়ে আমাকে যে দায়ীত্ব দিয়েছিলেন আমি তা পালন করতে সচেষ্ট ছিলাম। দল আমাকে মনোনীত করলে এবং আপনাদের সহযোগিতা পেলে আমি এলাকার উন্নয়নে কাজ করতে রাজি আছি তবে তিনি এও বলেন দল যাকেই মনোনয়ন দেবে তার সাথে সম্মিলিত ভাবে সবাইকে একযুগে কাজ করার অনুরাধ করেন।

অহীদ আহমদ তাঁর বক্তৃতায় সম্প্রতি বাংলাদেশ সফরের বিস্তারিত তুলে ধরেন বিশেষ করে যারা নিহত হয়েছে এবং অনেকেই পঙ্গুত্ব নিয়ে দুর্বিসহ জীবন অতিবাহিত করছে তাঁদের প্রত্যেকের অবস্থান থেকে সহযুগিতা করার জন্য সকলকে অনুরোধ করেন। তিনি এক ত্যাগী বি এন পি যুবনেতা পুলিশের নির্যাতনে যার কিডনি প্রায় নষ্ট হয়ে গিয়েছে এবং প্রায়ই তাকে চিকিৎসার জন্য ইন্ডিয়ায় যেতে হয় তাঁকে সর্বাত্নক সহযুগিতা দিতে সবাইকে অনুরোধ করেন। উপস্থিত সবাই এই নেতাকে সহযুগিতা দিতে সাথে সাথেই অঙ্গীকারবদ্ধ হোন।

অহীদ আহমেদ এই বৃঠেনে অত্যন্ত সফল ও ক্লিন ইমেজের রাজনীতিবিদ যার রয়েছে বাংলাদেশ ও ব্রিটেনের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, পাশাপাশি লন্ডনে দীর্ঘ দিনের স্থানীয় সরকার কনসাল্টেন্ট হিসাবে কাজের অভিজ্ঞতা রয়েছে যা দেশের জন্য অত্যন্ত জরুরী।

উল্লেখ্য, অহীদ আহমেদ দেশে থাকাকালীন সময়ে সকল পর্যায়ের নেতা কর্মী বিশেষ করে সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছেন তা উনার জন্য কাজ করার অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে উল্লেখ করে উপস্থিত সকলকে অশেষ ধন্যবাদ জানান।

শেয়ার করুন...











বিডি সিলেট নিউজ মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। © ২০২৪
Design & Developed BY Cloud Service BD