BD SYLHET NEWS
সিলেটশনিবার, ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১:১৩
আজকের সর্বশেষ সবখবর

মাধবপুরে ডাকাতির প্রস্ততিকালে আটক ৩


জানুয়ারি ৪, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে মাধবপুর থানার এসআই মো: মিজানুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কড়রা এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতি কালে তিন ব্যক্তিকে গ্রেফতার করেন।

আটককৃতরা ব্যাক্তিরা হলেন-মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মো: এমরান মিয়ার পুত্র মো: পারভেজ মিয়া (২৩), পূর্ব বেঙ্গাডোবা গ্রামের মো: সামছুল হক এর পুত্র মো: রবিউল আওয়াল রুবেল (৩৮) ও মাদারগড় গ্রামের মো: ইউসুফ আলীর পুত্র মো: পারভেজ মিয়া (৩০)।

মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন সত্যতা নিশ্চিত করে জানান, আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতির প্রস্তুতি, মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা রুজু প্রকৃয়াধীন আছে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।