BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৮:৫৫
আজকের সর্বশেষ সবখবর

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৩০ প্রবাসী


অক্টোবর ২৭, ২০২৪ ১২:০০ পূর্বাহ্ণ
Link Copied!

বিডিসিলেট ডেস্ক : লেবানন থেকে সোমবার (২৮ অক্টোবর) দেশে ফিরছেন আরও ৩০ প্রবাসী। ওইদিন দিবাগত রাত আড়াইটায় তাদের জেদ্দা হয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে।

ইসরাইলের হামলায় বিপর্যস্ত লেবানন থেকে এখনও পর্যন্ত ১৫০ জনকে দেশে ফেরত আনা হয়েছে। এর মধ্যে গত ২১ অক্টোবর প্রথম দফায় ফেরত এসেছেন ৫৪ জন, ২৩ অক্টোবর দুটি ফ্লাইটে ৯৬ জন দেশে ফিরে এসেছেন। চতুর্থ দফায় ফিরছেন আরও ৩০ জন।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস শনিবার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে জানায়, লেবাননে চলমান যুদ্ধপরিস্থিতির কারণে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে যেতে দূতাবাস বরাবর আবেদন করেছেন এবং যাদের পাসপোর্ট, আকামাসহ আবশ্যক ট্রাভেল ডকুমেন্টস প্রস্তুত রয়েছে, তাদের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে দূতাবাসের ব্যবস্থাপনায় দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। আগামী সোমবার (২৭ অক্টোবর) ৩০ জনের চতুর্থ গ্রুপটি বৈরুত থেকে জেদ্দা হয়ে ঢাকার উদ্দেশে বিমানযোগে রওনা করবেন।

তালিকায় থাকা ব্যক্তিদের ২৭ অক্টোবর বিকাল ৫টায় আশরাফিয়াযে আদিব ইশহাক রোড, হোটেল আলেকজান্ডারের কাছে, ইয়াপা রেস্টুরেন্টের সামনের পার্কিংয়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে দূতাবাস।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।