মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০৩:২৪ অপরাহ্ন
চুনারুঘাট প্রতিনিধিঃ বৃষ্টি উপেক্ষা করেই চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৮ এপ্রিল) বিকেলে চুনারুঘাট উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকবর হোসেইন জিতুর সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন বুলবুল, সুলতান মাহমুদ, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান সহ চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের অন্তর্গত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সম্মেলনের শেষ পর্যায়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি বিভিন্ন পদে প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং পরামর্শক্রমে পরবর্তীতে একটি কমিটি গঠন করার বিষয়ে আলোকপাত করে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করেন।