মঙ্গলবার, ২৮ জুন ২০২২, ০২:১৮ অপরাহ্ন
বিডিসিলেট ডেস্ক : কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে এখন পর্যন্ত ৫৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এই ৫৪ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে মেয়র পদে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত।
নৌকা প্রতীকের এই প্রার্থী ৫৪ কেন্দ্রে পেয়েছেন ২৫১৪৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেবিল ঘড়ি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৩৫৪৮ ভোট। সাক্কুর চেয়ে ১৫৯৭ ভোটে এগিয়ে রয়েছেন রিফাত। বুধবার (১৫ জুন) সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী এই ফল ঘোষণা করেন।
রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, দুই লাখ ২৯ হাজার ৯২০ ভোটার রয়েছেন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ১৭ হাজার ৯২ জন, পুরুষ ভোটার এক লাখ ১২ হাজার ৮২৬ জন। আর হিজড়া ভোটার দুজন। মোট ১০৫টি ভোটকেন্দ্রের ৬৪০টি কক্ষে ভোটগ্রহণ হয়েছে।
নির্বাচনে মেয়র পদে পাঁচ জন, সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী হয়েছেন। মেয়র পদে পাঁচ প্রার্থী হলেন– আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু (টেবিল ঘড়ি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (ঘোড়া), রাশেদুল ইসলাম (হাতপাখা) ও কামরুল আহসান বাবুল (হরিণ প্রতীক)।
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) নগরীর ২৭টি ওয়ার্ডের ১০৫ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টার দিকে ভোটগ্রহণ শেষ হয়।