BD SYLHET NEWS
সিলেটশুক্রবার, ৩০শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩০
আজকের সর্বশেষ সবখবর

গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য: রেজাই রাফিন সরকার


জানুয়ারি ২৯, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ন সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন, দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকরা যদি নিঃস্বার্থভাবে, পেশাগত সততা ও নৈতিকতা বজায় রেখে দায়িত্ব পালন করেন, যেখানে ব্যক্তিগত আক্রোশ বা স্বার্থের কোনো স্থান থাকবে না, তাহলে সেই পেশা মানুষের কল্যাণে নিবেদিত হয়ে ওঠে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সিলেট অনলাইন প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা ও ‘গৌরবময় জুলাই’ স্মারকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট অনলাইন প্রেসক্লাবের ড. রাগীব আলী মিলনায়তনে ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলালের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার।

তিনি আরো বলেন, মাটি থেকেই জীবনের উৎপত্তি। এই মাটির রস থেকেই গাছ জন্মায়, গাছ ফল দেয় আর সেই ফল থেকেই মানুষ শক্তি ও জীবন ধারণ করে। তাই এই মাটি, এই দেশ ও এই সমাজের প্রতি আমাদের সবার দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে। সমাজের উন্নয়ন ও রাষ্ট্র গঠনে প্রত্যেক পেশাজীবীরই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।

মোহাম্মদ রেজাই রাফিন সরকার আরও বলেন, সমাজে যে কয়েকটি পেশা রাষ্ট্র ও জনগণের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সাংবাদিকতা তার মধ্যে অন্যতম। দেশে-বিদেশে, শহর থেকে শুরু করে প্রত্যন্ত ও দুর্গম অঞ্চলে সংগঠিত যেকোনো ঘটনা সাংবাদিকরাই তথ্যনিষ্ঠভাবে তুলে ধরেন সাধারণ মানুষের সামনে। তাদের কলম ও ক্যামেরার মাধ্যমেই জনগণ সত্য জানতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে সচেতন হয়।

তিনি বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠতা, সাহসিকতা ও দায়িত্বশীলতা রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠায় বড় ভূমিকা রাখে। তাই সাংবাদিকদের প্রতি রাষ্ট্র ও সমাজের প্রত্যাশা অনেক বেশি। এ প্রত্যাশা পূরণে সাংবাদিকদের আরও পেশাদারিত্ব, সততা ও মানবিক মূল্যবোধ নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দেশ জাতি ও সময়ের প্রয়োজনে কোন রাষ্ট্র কিংবা জনপদে গণঅভ্যুত্থান সংগঠিত হয়।রাষ্ট্র যখন জনগণের হয়ে কাজ করে না,সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের মধ্যে মধ্যে যখন বৈপরীত্য সৃষ্টি হয়,তখনই জনগন ফুঁসে ওঠে। ছাত্র জনতার আন্দোলনে তেমনিভাবে চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে।ভবিষ্যতে হয়ত আরো বিশ পঁচিশ বছর পর আবারও গণ-অভ্যুত্থানের প্রয়োজন হতে পারে।তিনি বলেন,চব্বিশে র ৫ আগস্টের পর নতুনভাবে দেশগড়ার সুযোগ সৃষ্টি হয়েছে।

প্রধান অতিথি সিলেট অনলাইন প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করে বলেন, এই সংগঠনটি অনলাইন সাংবাদিকদের পেশাগত উৎকর্ষতা ও অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং ক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি ও সিলেট ভয়েসের প্রকাশক রোটারিয়ান সেলিনা চৌধুরী।এর পর অতিথিদের নিয়ে গৌরবময় জুলাই স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ।এসময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মুফতি ছালিম আহমদ খান সহ ক্লাবের সদস্যবৃন্দ।উল্লেখ্য,সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগে পদার্পণ উপলক্ষে চব্বিশের ছাত্র গণ-অভ্যুত্থান পরবর্তী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়দীপ্ত অঙ্গীকার নিয়ে প্রকাশিত হয়েছে “গৌরবময় জুলাই” স্মারক গ্রন্থ।

দ্বিতীয় পর্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সাধারণ সভার শুরুতেই উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাব সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ। সভার শুরুতেই বিগত সাধারণ সভার কার্যবিবরনী অনুমোদন করা হয়। এর পর বার্ষিক প্রতিবেদন পেশ করেন ক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার ও বার্ষিক আয়-ব্যায় প্রতিবেদন পেশ করেন কোষাধ্যক্ষ তাওহীদুল ইসলাম।

সাধারণ সভায় বাংলাদেশের সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাইলিংস্টোন বিমান বিদ্ধস্তের নিহত শিক্ষক- শিক্ষার্থী, শহীদ শরিফ ওসমান হাদি, ২০ জানুয়ারী ক্লাব সদস্য ও বাংলাটিভির প্রতিনিধি মোঃ ফারুক মিয়া ফারুকের মাতা ১৬ ফেব্রুয়রী ক্লাব সদস্য মোঃ সাইফুল ইসলামের দাদি, ২ মার্চ দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক মোঃ আব্দুল মুকিতের সহধর্মীনী, ১৩ জুন ক্লাব সদস্য ও দৈনিক সুরমা মেইলের স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুরুল ইসলামের মাতা, ২২ জুন ক্লাব সদস্য ফারহানা বেগম হেনার পিতা, ৩১ আগষ্ট দৈনিক শুভ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ফয়সল আলমের পিতা, ১৬ সেপ্টেম্বর ক্লাব সদস্য ও দৈনিক শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার সানোয়ার আলী সানোরের মাতা, ২২ সেপ্টেম্বর দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ, ১১ অক্টোবর সুজনের সাবেক সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, ২৬ ডিসেম্বর এনটিভির সিলেট অফিসের ক্যামেরাপার্সন আনিস রহমানের মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সাধারণ সভায় বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুল মুহিত দিদার, সহ সভাপতি জহিরুল ইসলাম মিশু, সহ সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি, কোষাধক্ষ্য তাওহীদুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি সম্পাদক আফরোজ খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, কার্যকরী কমিটির সদস্য শহীদুর রহমান জুয়েল ও মোঃ আব্দুল হাছিব।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-ক্লাব সদস্য সাদিকুর রহমান চৌধুরী, মাসুম বিল্লাহ ফারুকী, মাজহারুল ইসলাম সাদি, শাহিদ আহমদ হাতিমী, এম. এ ওয়াহিদ চৌধুরী, শাহজাহান শাহেদ, মো: আলমগীর আলম, আব্দুল বাসিত, জসিম উদ্দিন, দেবব্রত রায় দিপন, তারেক আহমদ খান, মো: মশাহিদ আলী, লোকমান আহমদ, শাহিন আহমদ, দেলওয়ার হোসেন মান্না, আব্দুল হান্নান, সৈয়দ রাসেল আহমদ, মোহাম্মদ নুরুল ইসলাম, রেজাউল করিম সোহেল, মোঃ আবুল হোসেন, আমির উদ্দিন, আহমেদ পাবেল, উৎফল বড়ুয়া, মোঃ রুবেল মিয়া, শ্যামল লাল গুণ, ইব্রাহিম খান রনি, আফজালুর রহমান চৌধুরী, এহিয়া আহমদ, ফাহিম আহমদ, ছানার আলী সানোয়ার, মোহাম্মদ নুরুল আলম, অলিউর রহমান, খায়রুল আমিন রাফসান, নাহিদ আহমদ প্রমুখ।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।