এক বছর আগেই গুঞ্জন রটেছিল, প্রেমে মজেছেন গায়িকা জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। তবে কখনোই স্বীকার করেননি তাঁরা। বরাবরই বলে এসেছেন শুধু মাত্র বন্ধু তাঁরা। শুধু দেশে নয়, দুজন ঘুরে বেড়িয়েছেন বিদেশেও। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই সরব ছিলেন না। অবশেষে দীর্ঘদিনের গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে গতকাল বুধবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তাঁরা।
সকালে হয়েছে রাফসান-জেফারের গায়ে হলুদ, আর সন্ধ্যায় আমিন বাজারের এক রিসোর্টে দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
দীর্ঘদিনের বন্ধুত্ব থেকেই দুজনের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত বিয়ের সিদ্ধান্তে গড়ায়।
গত বছরের মাঝামাঝি সময়ে থাইল্যান্ডে একসঙ্গে ভ্রমণের সময় তাঁদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনা আরো জোরালো হয়। সে সময় বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে জেফার মন্তব্য করেছিলেন, ব্যক্তিগত জীবন নিয়ে তাঁর বলার কিছু নেই।
