সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা খাটাখালি বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এই ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে আটটায় উপজেলার কাটাখালী বাজারে বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। এসময় বাজারে আতংক ছড়িয়ে পড়ে। খরব পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এই ঘটনার পর থেকে দুই পক্ষই একে অপরকে দোষারোপ করেছে।
বিশ্বম্ভরপুর থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বাজারের বিভিন্ন বিষয় নিয়ে রমিজ উদ্দিন মাস্টার ও পাভেল আহমেদের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
