BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

রুমিন ফারহানাকে বহিষ্কার


ডিসেম্বর ৩০, ২০২৫ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বহিষ্কার করেছে দলটি।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি বিএনপি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দেয়। এ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের মনোনয়ন পান জমিয়তের সহসভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব।

এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য ও দলের আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন।

এর আগে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়ে দল থেকে পদত্যাগের কথাও বলেছিলেন রুমিন ফারহানা। সে সময় গণমাধ্যমকে তিনি বলেন, দল প্রয়োজন মনে করলে অবশ্যই ব্যবস্থা নেবে। মনোনয়ন কেনার আগেই তিনি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন বলেও মন্তব্য করেন।

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়াকেই বহিষ্কারের কারণ হিসেবে দেখছে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।