BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এমজাসের গভীর শোক


ডিসেম্বর ৩০, ২০২৫ ৪:৩২ অপরাহ্ণ
Link Copied!

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট (এমজাস)।

এক শোকবার্তায় এমজাসের আহবায়ক মাসুদ আহমদ রনি ও সদস্য সচিব এইচ এম শহীদুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক সাহসী, আপোষহীন ও গণতান্ত্রিক নেতৃত্বের প্রতীক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের পক্ষে অবিচল অবস্থান রেখেছেন।

নেতৃদ্বয় আরও বলেন, তাঁর মৃত্যুতে দেশ এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালো। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বেগম খালেদা জিয়ার নেতৃত্ব, ত্যাগ ও সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্রের পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

এমজাস নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।