BD SYLHET NEWS
সিলেটবুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩২
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্র, যেভাবে আবেদন


ডিসেম্বর ২৭, ২০২৫ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে সাংবাদিকদের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও সম্পূর্ণ অর্থায়িত একটি মর্যাদাপূর্ণ ফেলোশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট (WPI)। ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট ফেলোশিপ ২০২৬-এর জন্য আবেদন শুরু হয়েছে, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ সাংবাদিকেরা অংশগ্রহণের মাধ্যমে গণমাধ্যমে নেতৃত্ব, পেশাদারিত্ব ও নৈতিক সাংবাদিকতার দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

সাংবাদিকতার সঠিক অনুশীলন এবং নীতি প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৬১ সালে ওয়ার্ল্ড প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৬০০ জনেরও বেশি সাংবাদিক বিশ্বের বিভিন্ন দেশ থেকে এই ফেলোশিপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। প্রতিবছর সারা বিশ্বের প্রায় ৯-১০ জন পেশাদার সাংবাদিককে এই প্রোগ্রামে একত্র করা হয় এবং যুক্তরাষ্ট্রের রাজনীতি, ব্যবসা, মিডিয়া ইত্যাদি শাখায় তাদের অভিষেক করানো হয়।

আবেদনের যোগ্যতা

*যেকোনো দেশের নাগরিক আবেদন করতে পারবেন;

*প্রিন্ট, ব্রডকাস্ট বা অনলাইন সাংবাদিকতায় কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে;

*বর্তমানে যুক্তরাষ্ট্রের বাইরে কর্মরত নন-ইউএস সাংবাদিক হতে হবে;

*ইংরেজি ভাষায় কথা বলা ও লেখায় দক্ষতা থাকতে হবে;

*ফেলোশিপ শেষে নিজ দেশে ফিরে যাওয়ার অঙ্গীকার করতে হবে;

সুযোগ-সুবিধা

*যুক্তরাষ্ট্রে যাতায়াতের রাউন্ড-ট্রিপ বিমানভাড়া;

*যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভ্রমণ ব্যয়;

*সম্পূর্ণ আবাসন সুবিধা;

*খাদ্য ভাতা;

*আন্তর্জাতিক মানের ফেলোশিপ সার্টিফিকেট ও পেশাগত স্বীকৃতি;

প্রয়োজনীয় নথি

*সাম্প্রতিক ছবি;

*তিনটি কাজের নমুনা (ইংরেজিতে বা ইংরেজি অনুবাদসহ);

*তিনটি রেফারেন্স লেটার;

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে এখানে ক্লিক ।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।