সিলেট-১ আসনে বাসদ জেলা সদস্য সচিব মই মার্কার প্রার্থী প্রণব জ্যোতি পাল শনিবার (২০ ডিসেম্বর) বিকাল ৪টায় নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখনি এলাকায় বাসা-বাড়ি-ব্যবসা প্রতিষ্ঠানে সর্বসাধারণের সাথে কুশল বিনিময় করেন।
এসময় প্রণব জ্যোতি পাল এর সাথে ছিলেন বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সাবেক আহ্বায়ক উজ্জ্বল রায়, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের আহ্বায়ক মাছুমা খানম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট সহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ,স্হানীয় বাসদ নেতা শহীদ আহমদ, জাহেদ আহমদ,ইউসুফ আলী প্রমূখ।
কুশল বিনিময়কালে প্রণব জ্যোতি পাল ওসমান হাদি হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বলেন, তার মৃত্যু গোটা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতির চিত্র পুনরায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জুলাই অভ্যুত্থানের পর মানুষ একটা নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিল। কিন্তু গত দেড় বছরে অন্তবর্তীকালীন সরকারের একের পর এক ব্যর্থতা সেই আশাকে দুরাশায় পরিণত করেছে,আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ঘটেছে,মব সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রণব জ্যোতি পাল জনজীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।
