BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:৩৪
আজকের সর্বশেষ সবখবর

‘আমি আর শ্বাস নিতে পারছি না’—আগুনে ঘেরা ভবনে সাংবাদিকদের হাহাকার


ডিসেম্বর ১৯, ২০২৫ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বিডি সিলেট ডেস্ক::- ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজধানীর ফার্মগেট এলাকায় অবস্থিত ডেইলি স্টার ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভবনের ভেতরে আটকা পড়েছেন বেশ কয়েকজন সংবাদকর্মী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে বিক্ষুব্ধ জনতা ডেইলি স্টার ভবনে আগুন দেয় বলে জানা গেছে। আগুন লাগার পর ভবনের ভেতরে তীব্র ধোঁয়ার সৃষ্টি হয়, ফলে অনেক সংবাদকর্মী বের হতে না পেরে আটকা পড়েন।

ডেইলি স্টার ভবনে আটকা পড়া সাংবাদিক জাইমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে নিজের অসহায় অবস্থার কথা জানান। তিনি লেখেন,
“আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাকে মেরে ফেলছ।”
তার এই স্ট্যাটাস মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক উদ্বেগের সৃষ্টি করে।

এ ঘটনায় ডেইলি স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানান, আগুন দেওয়ার পর ভবনের ভেতরে থাকা অনেকেই বের হতে পারেননি। নিরাপত্তার জন্য তারা সবাই ভবনের ছাদে উঠে অবস্থান নেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করেন। তারা আটকে পড়া সংবাদকর্মীদের নিরাপদে বের করে আনতে কাজ করছেন।

ঘটনাটি সাংবাদিক সমাজে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছে। দায়িত্ব পালনকালে সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি আবারও জোরালোভাবে সামনে এসেছে।

 

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।