BD SYLHET NEWS
সিলেটরবিবার, ২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯
আজকের সর্বশেষ সবখবর

আ’গু’নে পু’ড়ি’য়ে হ’ত্যা: কোথায় যাচ্ছে আমাদের মানবতা


ডিসেম্বর ১৯, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

মাহমুদ হোসেন খান:: ময়মনসিংহের ভালুকায় একজন মানুষকে জীবন্ত পুড়িয়ে হত্যার ঘটনা শুধু একটি অপরাধ নয়—এটি আমাদের সমাজের গভীর অসুখের নগ্ন প্রকাশ। এমন নৃশংসতা দেখে প্রশ্ন জাগে, আমরা কি ধীরে ধীরে এমন এক সমাজে পরিণত হচ্ছি, যেখানে মানুষের জীবন আর মানুষের কাছেই নিরাপদ নয়?

একজন মানুষকে আগুনে পুড়িয়ে মারা কোনো আবেগের বহিঃপ্রকাশ হতে পারে না, কোনো ধর্মীয় বা সামাজিক বিশ্বাসের সঙ্গেও এর সম্পর্ক নেই। এটি চরম অমানবিকতা, যা সভ্যতার সব সীমা অতিক্রম করে। যে হাত আগুন ধরায়, সে শুধু একজন মানুষকেই হত্যা করে না—সে আইন, মানবতা ও সমাজের নৈতিক ভিত্তিকেই পুড়িয়ে দেয়।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি। কোথাও গণপিটুনি, কোথাও গুজবনির্ভর বিচার, কোথাও প্রকাশ্য নৃশংসতা। এর পেছনে একাধিক কারণ থাকলেও মূল সংকটটি স্পষ্ট—আইনের শাসনের দুর্বলতা এবং অপরাধের পর শাস্তি নিশ্চিত না হওয়া। যখন অপরাধীরা জানে যে পার পেয়ে যাওয়ার সুযোগ আছে, তখন বর্বরতা আরও ভয়াবহ রূপ নেয়।

আরেকটি দুঃখজনক বাস্তবতা হলো সামাজিক নীরবতা। অনেক ক্ষেত্রে মানুষ ভয়ে, অনিশ্চয়তায় বা উদাসীনতায় নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। এই নীরবতাই অপরাধীদের সাহস জোগায়। প্রশ্ন হলো—আজ যদি আমরা চুপ থাকি, আগামীকাল কে নিরাপদ থাকবে?

এই ঘটনা কোনো একক ব্যক্তির দায় নয়; এটি রাষ্ট্র, সমাজ এবং আমাদের সম্মিলিত ব্যর্থতার প্রতিফলন। এখন সময় দোষীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার। একই সঙ্গে প্রয়োজন সামাজিক সচেতনতা, গুজব ও উগ্রতার বিরুদ্ধে শক্ত অবস্থান এবং মানুষের জীবনের প্রতি নিঃশর্ত শ্রদ্ধা ফিরিয়ে আনা।

ভালুকার আগুন যেন শুধু একটি মৃত্যুর খবর হয়ে না থাকে। এটি হোক আমাদের বিবেককে জাগিয়ে তোলার শেষ সতর্কবার্তা। নইলে একদিন ইতিহাস প্রশ্ন করবে—মানুষ পুড়ছিল, আর আমরা নীরব ছিলাম কেন?

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।