শতবর্ষী ঐতিহাসিক রাজনৈতিক সংগঠন, আকাবীর আসলাফের রেখে যাওয়া আমানত ‘জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’ নিয়ে চরমোনাই মাদ্রাসার মাহফিলে মাওলানা সৈয়দ রেজাউল করিমের দেওয়া ‘হিংসাত্মক এবং মিথ্যাচারী’ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে যুব জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখা।
সিলেট মহানগর যুব জমিয়তের সভাপতি মাওলানা আসআদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল করিম দিলদার সহ অন্যান্য নেতৃবৃন্দ এক বিবৃতিতে এই নিন্দা জ্ঞাপন করেন।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে যুব জমিয়ত নেতৃবৃন্দ বলেন, “একটি ঐতিহ্যবাহী ও আদর্শিক সংগঠন সম্পর্কে এমন ভিত্তিহীন এবং উসকানিমূলক মন্তব্য অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। চরমোনাই পীরের এই ধরনের বক্তব্য ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ নষ্ট করছে।” নেতৃবৃন্দ অবিলম্বে এই বক্তব্য প্রত্যাহার করে জমিয়ত পরিবারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
বিবৃতিতে আরও স্বাক্ষর করেন সিলেট মহানগর যুব জমিয়তের সিনিয়র সহ সভাপতি এম বেলাল আহমদ চৌধুরী, সহ সভাপতি মাওলানা আফজাল হোসাইন খান, মাওলানা আবু সুফিয়ান, মাওলানা ফয়জুল হাসান খান, মাওলানা মুজাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা ফরহাদ কোরাইশী, সহ সাধারণ সম্পাদক মাওলানা আফতাব উদ্দীন খান, মাওলানা হায়দার আলী, মুফতী আশরাফ হোসাইন ফআদী, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা সায়েম আহমদ, সাংগঠনিক সম্পাদক মুফতী সিরাজুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক এম বশির আলী, খলিলুল্লাহ মাহবুব, অর্থ সম্পাদক এম ফয়সাল আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তোফায়েল আহমদ কামরান।
এছাড়াও মহানগরীর আওতাধীন থানা নেতৃবৃন্দ এই প্রতিবাদে শামিল কোতোয়ালি থানা সভাপতি ও মহানগরীর সহ সভাপতি হাফিজ মাওলানা শাহিদ হাতিমী, সাধারণ সম্পাদক মুফতী নোমান সালেহ, সাংগঠনিক এম ইমাম উদ্দীন, শাহপরান থানা সভাপতি মাওলানা এনামুল হক, সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ইমরান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ দিলদার হোসাইন, প্রচার সম্পাদক মাওলানা আব্দুল কাদির, জালালাবাদ থানা সভাপতি মাওলানা আব্দুল হাসিব খান, সাধারণ সম্পাদক হাফিজ জুবায়ের আহমদ, এখলাসুর রহমান সফরাজ, সৈয়দ ইয়াকুব আহমদ, বিমানবন্দর থানা সভাপতি মাওলানা রেজওয়ান আহমদ চৌধুরী, সহ সভাপতি মুফতী মারুফ হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খলিলুর রহমান মাসুম, দক্ষিণ সুরমা থানা সভাপতি মাওলানা রহুল আমীন মারজান, সাধারণ সম্পাদক মাওলানা কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল করিম, মোগলাবাজার থানা আহবায়ক মাওলানা আব্দুল কাদির, সদস্য সচিব হাফিজ সাইফুল্লাহ প্রমুখ।
