BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১৫
আজকের সর্বশেষ সবখবর

সাড়ে তিন ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক


নভেম্বর ২৭, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা–সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুরে কালনী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে, প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ট্রেনটি মাধবপুর উপজেলার ইটাখোলা এলাকায় পৌঁছালে ইঞ্জিন হঠাৎ বিকল হয়ে পড়ে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার লিটন দে জানান, প্রায় এক হাজার যাত্রী নিয়ে কালনী এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় দাঁড়িয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় মেরামত কাজ সম্পন্ন করে। পরে দুপুর আড়াইটার দিকে সিলেটের সঙ্গে দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, রেল যোগাযোগ বন্ধ থাকলেও ট্রেনের সার্বিক শিডিউল বিপর্যয় ঘটেনি।

এদিকে, ইঞ্জিন বিকল হয়ে ট্রেন থেমে যাওয়ায় যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েন।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।