বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৮তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ২৮ নভেম্বর শুক্রবার দুপুর ২.৩০মিনিটে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখবেন বাসদ কেন্দ্রীয় কমিটির সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন।
২৬ নভেম্বর বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে সিলেট জেলা বাসদ আহ্বায়ক আবু জাফর ও সদস্য সচিব প্রণব জ্যোতি পাল এক যুক্ত বিবৃতিতে আগামী ২৮নভেম্বর শুক্রবার প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও লাল পতাকা মিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
