সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ এবং লাইনের উন্নয়ন কাজের জন্য আগামী শনিবার টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (২৬ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সিলেট নগরীর ক্বারিপাড়া, জাহাঙ্গীর নগর, উপরপাড়া, কুরবানটিলা, দুষকি, লাখাউড়া, চিতল, মাটি, জোনাকী আ/এ, আল ইসলা, উত্তর বালুচর, টেক্সটাইল মিলস, নোয়াপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, ব্রাক্ষণশাসন, সোনালী আ/এ, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আ/এ, দুসকি ও ভাটাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগের-৪ এর প্রকৌশলী গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।
