বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিলেট জেলা কমিটির সভা বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয়েছে।
সভায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে কারানির্যাতিত সিপিবি নেতা এডভোকেট আনোয়ার হোসেন সুমন এবং সিলেট-৩ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলার সংগ্রামী সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসাবে অংশগ্রহণ করবেন।
সভা থেকে সিলেটবাসীকে সিলেট-১ এবং সিলেট-৩ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দকে ভোট দিয়ে সংসদে কৃষক শ্রমিক মেহনতি জনতার প্রতিনিধিত্ব নিশ্চিত করার আহবান জানান সিপিবি নেতৃবৃন্দ।
কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।
