BD SYLHET NEWS
সিলেটবৃহস্পতিবার, ২৭শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ৯:১১
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহদ্রোহী বাউল শিল্পী আবুল সরকারের শাস্তি দাবি সম্মিলিত কওমি ফোরামের


নভেম্বর ২৬, ২০২৫ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

বাউল সম্রাট হিসেবে পরিচিত কুখ্যাত আবুল সরকার নামের একজন ব্যক্তি মহান আল্লাহ তাআলা সম্পর্কে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে। বিগত কয়েকদিন ধরে তার একটি ভিডিও বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যেখানে সে মহান আল্লাহ তাআলা সম্পর্কে এমন অশ্রদ্ধেয় ও কটুক্তিপূর্ণ মন্তব্য করেছে-যা মুখে উচ্চারণ করতেও ভয় লাগে। এই দেশের কয়েক কোটি মুমিন মুসলমান যে আল্লাহর সামনে প্রতিদিন সেজদায় লুটিয়ে পড়ে, যে আল্লাহকে খুশি করার জন্য নিজের জীবনের সবকিছু উৎসর্গ করে এবং শাহাদাতের তামান্না লালন করে-সেই আল্লাহকে নিয়ে আবুল সরকার নামের এক কুখ্যাত বাউল কটূক্তি করবে আর মুমিনরা চুপ থাকবে, এটা কল্পনাও করা ভুল।

আমরা সরকারের উদ্দেশ্যে সুস্পষ্ট দাবি জানাচ্ছি যে-কুখ্যাত মুরতাদ বাউল আবুল সরকারসহ সকল আল্লাহদ্রোহী বাউলদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সারা দেশের ঈমানদীপ্ত মুসলমানদের সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে আল্লাহদ্রোহী নাস্তিক-মুরতাদ বাউলদের শাস্তি নিশ্চিত করা হবে।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।