BD SYLHET NEWS
সিলেটমঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:৪৭
আজকের সর্বশেষ সবখবর

সড়ক ও মহাসড়কে ডিভাইডারের দাবীতে ২৩ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান


নভেম্বর ১১, ২০২৫ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

সিলেট কল্যাণ সংস্থা , সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১১.১৫ ঘটিকায় মুখোমুখী সংঘর্ষ, মারাত্মক ওভারটেক ও ভয়াবহ যানজট এড়াতে ঢাকা-সিলেট সহ বাংলাদেশের সকল সড়ক ও মহাসড়কে ডিভাইডারের দাবীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা সহ ২৩ উপদেষ্টা বরাবরে (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করা হয়।

সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ ফুজায়েল আহমদ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক দিপক কুমার মোদক বিলু, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি কামাল আহমদ, সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ শাহজাহান মাস্টার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শিতাব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ খান, সদস্য মোঃ জুয়েল মিয়া, সিলেট জেলা কমিটির সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক মাসুম মিয়াজী, সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, যুব ও ক্রীড়া সম্পাদক জামাল আহমদ, মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক মীর মোঃ ছাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নিলমনি কান্ত চন্দ, সাংগঠনিক নেতৃবৃন্দদের মধ্য থেকে সিলেট-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শেখর চন্দ্র বোধ, এম.এ.আলী জালালাবাদী, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সোহেল আহমদ, সুধাংশু শেখর দাস, বনমালী দাশ, মোঃ আবু আলেক, শংকর বিশ্বাস ও শিশু প্রতিনিধি ফয়েজ হাসান।

স্মারকলিপির বিষয়বস্তুঃ সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা বেড়েই চলেছে। প্রতিনিয়ত মুখোমুখী সংঘর্ষ ও মারত্মক ওভারটেকিং কেড়ে নিচ্ছে তাজা প্রাণ। সড়ক ও মহাসড়কে মুখোমুখী সংঘর্ষ, মারাত্মক ওভারটেকিং ও ভয়াবহ যানজট এড়াতে ডিভাইডার খুবই প্রয়োজন। ডিভাইডার না থাকার ফলে সড়ক-মহাসড়ক সহ ছোট-বড় রাস্তায় সর্বপ্রকার যানবাহনের চালকদের অনাকাঙ্খিত প্রতিযোগিতার কারণে দুর্ঘটনা পিছু ছাড়ছে না। বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিদিন দুর্ঘটনার কারণে প্রাণহানি সহ অসংখ্য জনসাধারণ পঙ্গুত্ব বরণ করছেন। এসব দুর্ঘটনা রোধে সড়ক-মহাসড়ক সহ ছোট-বড় রাস্তায় ডিভাইডার দেওয়া একান্ত আবশ্যক। সিলেট-ঢাকা মহাসড়ক সহ বাংলাদেশের সকল জেলার সড়ক ও মহাসড়কে ডিভাইডার দেওয়ার ব্যবস্থা করতে আপনার দৃঢ় হস্তক্ষেপ কামনা করছি। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মন-মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন ও কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন তথা ব্যাটারিচালিত রিক্সা, টমটম, অটোরিক্সা চলাচল, তরুণ ও যুবদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএ-র সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে অবান্তর চাঁদাবাজি। নামি-দামি পরিবহনগুলোর চালকেরা রাস্তায় প্রতিযোগিতার মতো অতিরিক্ত গতিতে গাড়ি চালিয়ে রাস্তার অন্য প্রান্ত থেকে আসা গাড়িগুলোর সঙ্গে সংঘর্ষ হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়। বাংলাদেশের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে মুক্তি পেতে হলে সড়ক ও মহাসড়কে রোড ডিভাইডার স্থাপন করা অত্যন্ত জরুরী। সড়ক ও মহাসড়ক সহ ছোট-বড় রাস্তায় ডিভাইডার দেওয়া হলে শুধু দুর্ঘটনাই কমবে না, রাস্তায় যানজটও কমবে। তাই সড়ক দুর্ঘটনা কমাতে হলে অবশ্যই রোড ডিভাইডার প্রয়োজন। এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণে আপনার সুদৃষ্টি কামনা করছি।

কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।